বুলগেরিয়ার অন্ধ মহিলা বাবা ভাঙ্গা ১৯৯৬ সালে তাঁর মৃত্যুর আগে পর্যন্ত এমন অনেক ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, যার প্রায় ৮৫ শতাংশই পরবর্তী কালে সত্যি বলে প্রমাণিত হয়েছে।
রাজকুমারী ডায়ানার মৃত্যু (১৯৯৭), চেরনোবিল বিপর্যয়-সহ বাবা ভাঙ্গার একাধিক ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে। আমেরিকায় ৯/১১-র জঙ্গি হামলার কথা ঘটনার ১২ বছর আগেই বলেছিলেন বাবা ভাঙ্গা।
১৯১১ সালে জন্মগ্রহণ করা ভাঙ্গা মাত্র ১২ বছর বয়সেই দৃষ্টিশক্তি হারান। তাঁর ভক্তরা বিশ্বাস করেন, একবার ধুলোর ঝড়ের মধ্যে পড়েন বাবা ভাঙ্গা। চোখে অতিরিক্ত ধুলো ঢুকে চিরতরে দৃষ্টিশক্তি হারান তিনি। তবে এর পর থেকেই ভবিষ্যৎ দর্শনের অদ্ভুষত ক্ষমতা জন্মায় বাবা ভাঙ্গার।
বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণী অনুযায়ী, ২০২১ সালে রাশিয়ার আশে পাশের অঞ্চলে বিরাট একটি উল্কাখণ্ড এসে পড়বে। ২০২১-এ ইউরোপে রাসায়নিক হামলারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে তাঁর ভবিষ্যৎবাণীতে। বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণী অনুযায়ী, ৫০৭৯ সালে পৃথিবী সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে।
ভাঙ্গার ভবিষ্যৎবাণী অনুযায়ী, এই সময়ে একের পর এক বিপর্যয়ে ইউরোপীয় মহাদেশের অস্তিত্ব একেবারে তলানিতে এসে পৌঁছতে পারে।
বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণী অনুযায়ী, ২০২১ সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনেরর জন্য বড় বিপদ অপেক্ষা করছে। পুতিনের উপর প্রাণঘাতী হামলার বেশ কয়েকটি ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করেছিলেন তিনি।
বাবা ভেঙ্গার ভবিষ্যদ্বাণী অনুযায়ী, ২০২১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনও ভয়াবহ রোগের কবলে পড়তে পারেন। এই রোগে শ্রবণশক্তি সম্পূর্ণরূপে হারাতে পারেন তিনি। পাশাপাশি তাঁর মস্তিষ্কও জটিল সমস্যার শিকার হতে পারে।
বাবা ভেঙ্গার ভবিষ্যদ্বাণী অনুযায়ী, ২০২১ সালে চিন বিশ্বের অন্যতম চালিকাশক্তি বা শাসকে পরিনত হবে। রাশিয়া, ভারত আর চিন— গোটা বিশ্বে এই তিন রাষ্ট্রের আধিপত্য কায়েম হতে পারে।