Diwali 2022: দীপাবলি বা কালীপুজোর (Kalipuja-2022 )সময় নানা রকম টোটকা শুনেছেন নিশ্চয়। অনেকগুলি পালন করার বিষয়েও মনস্থির করেছেন। কয়েকটি হয়তো প্রস্তুতিও শুরু করে দিয়েছেন। অনেকেই লক্ষ্মীপুজোর প্রস্তুতি শুরু করেছেন। পুজো করলে ঘরে যদি এই জিনিস আনতে পারেন তাহলে আপনাকে আর ধন-সম্পত্তি, সুখ-সমৃদ্ধি জন্য চিন্তা করতে হবে না।
দীপাবলি বা কালীপুজোর দিনে যাঁরা লক্ষ্মীপুজো (Lakshmi Puja)বা কালীপুজো করার পরিকল্পনা করেছেন, তাঁরা এমনিতেই পবিত্রতার দিকে অনেকটাই এগিয়ে গিয়েছেন। এই দিনে যাঁরা লক্ষ্মীপুজো বা কালীপুজো করার পরিকল্পনা করেছেন, তাঁরা বিশেষ কৃপা লাভ করবেন।
তবে পুজোর পাশাপাশি দেবীর প্রিয় জিনিসগুলির মধ্য়ে যদি কয়েকটি জিনিস আনতে পারেন তাহলে দেবীর কৃপা চিরস্থায়ী হয়। কোন জিনিসগুলি ঘরে আনবেন তা আগে জানতে হবে।
দেবীর কৃপা পেতে এবং সমৃদ্ধি লাভ করতে হলে বাজার থেকে একটি দুধসাদা শঙ্খ কিনে আনুন। আগে ভাল করে পরীক্ষা করে নেবেন, শঙ্খটি কোথাও ফাটা যেন না থাকে এবং ঠিকমতো বাজানো যায়।
পুজোর সময় যখন মা লক্ষ্মীকে নত মস্তকে প্রণাম করবেন, তখন পুজোর জায়গায় মা লক্ষ্মীর সামনে ওই সাদা শঙ্টিখ নিবেদন করুন।
শঙ্খ হল দেবী লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। মা যেমন কড়ি পছন্দ করেন, তেমনই শঙ্খও পছন্দ করেন। সমুদ্রমন্থনের সময় দেবী লক্ষ্মীর সঙ্গে শঙ্খও জল থেকে উঠে এসেছিল বলে পুরাণে আছে।
কীভাবে ব্যবহার করবেন শঙ্খ?
দীপাবলির দিন শঙ্খ কিনে তা পরিষ্কার করে গঙ্গাজলে ডুবিয়ে রেখে দিন। শঙ্খের ভিতর গঙ্গাজল ভরে পুজোর সময় লক্ষ্মীর কাছে রেখে দিন।