scorecardresearch
 
Advertisement
ধর্ম

Bring Conch Shell Home At The Occasion Of Diwali: দীপাবলিতে ঘরে আনুন দুধসাদা শঙ্খ, অর্থভাগ্য থাকবে তুঙ্গে

শঙ্খ
  • 1/8

Diwali 2022: দীপাবলি বা কালীপুজোর (Kalipuja-2022 )সময় নানা রকম টোটকা শুনেছেন নিশ্চয়। অনেকগুলি পালন করার বিষয়েও মনস্থির করেছেন। কয়েকটি হয়তো প্রস্তুতিও শুরু করে দিয়েছেন। অনেকেই লক্ষ্মীপুজোর প্রস্তুতি শুরু করেছেন। পুজো করলে ঘরে যদি এই জিনিস আনতে পারেন তাহলে আপনাকে আর ধন-সম্পত্তি, সুখ-সমৃদ্ধি জন্য চিন্তা করতে হবে না।

শঙ্খ
  • 2/8

দীপাবলি বা কালীপুজোর দিনে যাঁরা লক্ষ্মীপুজো (Lakshmi Puja)বা কালীপুজো করার পরিকল্পনা করেছেন, তাঁরা এমনিতেই পবিত্রতার দিকে অনেকটাই এগিয়ে গিয়েছেন। এই দিনে যাঁরা লক্ষ্মীপুজো বা কালীপুজো করার পরিকল্পনা করেছেন, তাঁরা বিশেষ কৃপা লাভ করবেন।

শঙ্খ
  • 3/8

তবে পুজোর পাশাপাশি দেবীর প্রিয় জিনিসগুলির মধ্য়ে যদি কয়েকটি জিনিস আনতে পারেন তাহলে দেবীর কৃপা চিরস্থায়ী হয়। কোন জিনিসগুলি ঘরে আনবেন তা আগে জানতে হবে।

Advertisement
শঙ্খ
  • 4/8

দেবীর কৃপা পেতে এবং সমৃদ্ধি লাভ করতে হলে বাজার থেকে একটি দুধসাদা শঙ্খ কিনে আনুন। আগে ভাল করে পরীক্ষা করে নেবেন, শঙ্খটি কোথাও ফাটা যেন না থাকে এবং ঠিকমতো বাজানো যায়।

শঙ্খ
  • 5/8

পুজোর সময় যখন মা লক্ষ্মীকে নত মস্তকে প্রণাম করবেন, তখন পুজোর জায়গায় মা লক্ষ্মীর সামনে ওই সাদা শঙ্টিখ নিবেদন করুন। 

শঙ্খ
  • 6/8

শঙ্খ হল দেবী লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। মা যেমন কড়ি পছন্দ করেন, তেমনই শঙ্খও পছন্দ করেন। সমুদ্রমন্থনের সময় দেবী লক্ষ্মীর সঙ্গে শঙ্খও জল থেকে উঠে এসেছিল বলে পুরাণে আছে।
 

শঙ্খ
  • 7/8

কীভাবে ব্যবহার করবেন শঙ্খ? 

দীপাবলির দিন শঙ্খ কিনে তা পরিষ্কার করে গঙ্গাজলে ডুবিয়ে রেখে দিন। শঙ্খের ভিতর গঙ্গাজল ভরে পুজোর সময় লক্ষ্মীর কাছে রেখে দিন। 

 

Advertisement
শঙ্খ
  • 8/8

পুজোর সময় লক্ষ্মীর মন্ত্রটি ১০৮ বার জপ করুন। দীপাবলির তিথি পেরিয়ে গেলে গাছের গোড়ায় সেই শঙ্খের ভিতরের গঙ্গাজল ফেলে দিন ও শঙ্খটিকে লাল কাপড়ে মুড়িয়ে আলমারি বা ভল্টে রেখে দিতে পারেন।

এভাবে শঙ্খকে পুজো করে নিজের কাছে রাখলে ধন-সম্পত্তি লাভ হয়, ও মা লক্ষ্মীর কৃপা ও আশির্বাদ বজায় থাকে।

Advertisement