Advertisement
ধর্ম

চন্দননগরে জগদ্ধাত্রী প্রতিমা নিরঞ্জন, পুলিশের সামনেই করোনা বিধি লঙ্ঘনের অভিযোগ

  • 1/6

হুগলির চন্দননগরে চলছে জগদ্ধাত্রী (Jagadhatri Puja 2021) পুজোর বিসর্জন। দুপুর ১২টা থেকে চন্দননগর ও ভদ্রেশ্বরের মোট ১৮টি ঘাটে শুরু হয় প্রতিমা নিরঞ্জন। 

  • 2/6

করোনা পরিস্থিতিতে গতবারের মতো এবারও চন্দননগরে প্রতিমার শোভাযাত্রা বন্ধ রেখেছে প্রশাসন। লাগু করা হয়েছে বেশকিছু বিধি নিষেধও। 

  • 3/6

কিন্তু তারপরেও বিভিন্ন জায়গায় কার্যত পুলিশ প্রশাসনের সামনেই  উঠল বিধিভঙ্গের অভিযোগ। 

Advertisement
  • 4/6

দুর্গা পুজোর আগে থেকেই বিসর্জনের জন্য প্রতি বারোয়ারিকে সর্বোচ্চ ৭ জনের সংখ্যা বেঁধে দেওয়া হয়েছিলো। আর সেই ৭ জনেরই থাকতে হবে করোনা টিকার ডবল ডোজের শংসাপত্র। 

  • 5/6

কিন্তু বিসর্জনে তা অনেক জায়গাতেই দেখা গেল না। প্রায় প্রতিটি বারোয়ারি থেকেই দলে দলে কর্মকর্তারা যোগ দিলেন নিরঞ্জন (Jagadhatri Puja Visarjan)  প্রক্রিয়ায়। সঙ্গে দেখা গেল প্রতিমার সঙ্গে তীব্র শব্দে গান বাজিয়ে নাচ। 

  • 6/6

এদিকে যেকোনওরকমের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয় প্রচুর পুলিশ। ড্রোনের মাধ্যমে চালান হয় নজরদারিও। কিন্তু তারপরেও করোনা বিধিভঙ্গ আটকানো 

Advertisement