scorecardresearch
 
Advertisement
ধর্ম

চন্দননগরের তেঁতুলতলায় প্রথা মেনে মা জগদ্ধাত্রীকে বরণ পুরুষদের, ইতিহাস জানেন?

মা-কে বরণ পুরুষদের
  • 1/5

চিরকালীন প্রথা মেনে এবারেও চন্দননগরের তেঁতুলতলা সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির মা-কে বরণ করলেন পুরুষরা। যুগ যুগ ধরে এখানে পুরুষরাই শাড়ি পড়ে মা-কে বরণ করেন (Jagadhatri Puja Visarjan)। 

মা-কে বরণ পুরুষদের
  • 2/5

সেই প্রথায় দেখা গেল না কোনওরকম পরিবর্তন। পুজোর বয়স ২২৯ বছর। 

মা-কে বরণ পুরুষদের
  • 3/5

এই বিষয়ে পুজো কমিটির প্রধান উপদেষ্টা তথা ওয়ার্ড কো-অর্ডিনেটর শ্রীকান্ত মণ্ডল জানান, দেশ স্বাধীনের অনেক আগে এই পুজো যখন শুরু হয়েছিল তখন ইংরেজদের ভয়ে সন্ধ্যার পর বাড়ির মা বোনেরা বাইরে বেরোতেন না।

Advertisement
মা-কে বরণ পুরুষদের
  • 4/5

তাই মা-কে বরণ করার জন্য এগিয়ে এসেছিলেন পুরুষরা। সেই রীতিই আজও চলে আসছে। 

মা-কে বরণ পুরুষদের
  • 5/5

করোনা বিধি মেনেই আয়োজন করা হয় পুজোর। ভক্তদের প্রার্থনা, আসছে বছর যেন করোনামুক্ত পৃথিবীতে মায়ের আরাধনা করতে পারেন তাঁরা।  

Advertisement