scorecardresearch
 
Advertisement
ধর্ম

Chandra Grahan 2021: চন্দ্রগ্রহণে সমস্যায় পড়বেন এই রাশির জাতকরা, রইল মুশকিল আসানের পথ

লাল
  • 1/9

যাঁদের রাশিচক্রে চন্দ্রগ্রহণ যোগ রয়েছে তাঁদের উপর চন্দ্রগ্রহণের সবচেয়ে বেশি প্রভাব পড়বে। চন্দ্র গ্রহণ যোগ কি এবং কী ভাবে এটা প্রভাবিত করে জেনে নিন পণ্ডিত শৈলেন্দ্র পান্ডে-র কাছে।

লাল
  • 2/9

কুষ্ঠিতে যদি চন্দ্রের সঙ্গে রাহুর সম্পর্ক থাকে, তবে তাকে চন্দ্র গ্রহণ যোগ বলা হয়। সূর্যের গ্রহণ যোগ যেখানে মান-সম্মান, পদ, প্রতিষ্ঠা এবং সামাজিক প্রতিপত্তির উপর প্রভাব ফেলে, চন্দ্রের গ্রহণ যোগ ব্যক্তির মানসিকতায় প্রভাব ফেলে। তবে বেশ কিছু উপায় রয়েছে যাতে এই গ্রহণ যোগ কাটানো যেতে পারে।

লাল
  • 3/9

চন্দ্রের গ্রহণ যোগ থাকলে জাতকের মন মানসিকতা দুষিত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ চন্দ্রকে মনের প্রতীক হিসাবে ধরা হয়। একে রাহু দুষিত করে তোলে। এই দুইয়ের যোগ কুষ্ঠিতে থাকলে কাল্পনিক এবং মানসিক সমস্যা হতে থাকে।

Advertisement
লাল
  • 4/9

এমন জাতকরা ছওট সমস্যা নিয়েও অহেতুক দুশ্চিন্তা করে বড় ভেবে ফেলেন। যেমন, চাকরি হারানোর ভয়, রাস্তায় বাহন নিয়ে বেরলে দুর্ঘটনার ভয়, পরিবারকে নিয়ে চিন্তা, রোগ-ব্যধি নিয়ে চিন্তা ইত্যাদি। এগুলো বেশিরভাগ চিন্তাই হয়, বাস্তবের সঙ্গে যার মিল থাকে না।

লাল
  • 5/9

এই গ্রহণ যোগের ফলে নানা দুঃস্বপ্ন আসে। অনিদ্রার সমস্যা দেখা দিতে পারে। বিবাহিত বা সম্পর্কে থাকা ব্যক্তিদের ক্ষেত্রে সঙ্গী বা সঙ্গিনীকে নিয়ে সন্দেহ তৈরি করে।

এই যোগ কাটানোর উপায়
  • 6/9

এই যোগ কাটানোর উপায়
ভগবান শিবের উপাসনা করুন। সকাল-সন্ধে শিবমন্ত্র জপ করুন। সোমবার ভোগ দিয়ে তা প্রসাদ হিসাবে গ্রহণ করুন।

লাল
  • 7/9

এটা করলে চন্দ্রের গ্রহণ যোগ অনেকটা কমে যায়। এ ছাড়া পূর্ণমায় উপবাস রাখলে তারও ভালো ফল পেতে পারেন। শুধুমাত্র জল পান করতে পারেন।

Advertisement
লাল
  • 8/9

এক টুকরো শ্বেত চন্দন নীল সুতোয় বেঁধে শনিবার স্নান করার পর ধারণ করুন। এর ফলে রাহু এবং চন্দ্রের নেতিবাচক প্রভাব থেকে অনেকাংশে মুক্তি পাবেন।

লাল
  • 9/9

রত্ন হিসাবে পান্না ধারণ করতে পারেন। তবে বিজ্ঞ জ্যোতিষির সঙ্গে পরামর্শ করা একান্ত প্রয়োজন। তবে মুক্তো কখনই ধারণ করবেন না। এতে ফল উল্টো হতে পারে।

Advertisement