১০ জুন বছরের প্রথম সূর্যগ্রহণ। ২৬ মে বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের ১৫ দিন পর ফের একবার গ্রহণ। হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে এ বছর চারটি গ্রহণ রয়েছে। ২টি চন্দ্রগ্রহণ। ২টি সূর্যগ্রহণ।
২৬ মে বৈশাখী পূর্ণিমায় প্রথম চন্দ্রগ্রহণ হয়ে গিয়েছে। বছরের প্রথম সূর্যগ্রহণ ভারত থেকে আংশিক দেখা যাবে। পূর্ণগ্রাস না হলেও রিং অফ ফায়ার গ্রহণ হবে এটি। অর্থাৎ চাঁদ সূর্যের ৯৯ শতাংশ ঢেকে দেবে।
১০ জুন দুপুর ১টা বেজে ৪২ মিনিট থেকে সন্ধে ৬টা ৪১ মিনিট পর্যন্ত স্থায়ী হবে এই এই গ্রহণ কাল। আমেরিকার উত্তর ভাগ, ইউরোপ এবং এশিয়া থেকে আংশিক ভাবে দেখা যাবে। কানাডা, গ্রিনল্যান্ড এবং রাশিয়ার উত্তরভাগ থেকে পূর্ণ গ্রহণ দেখা যাবে। ভারত থেকে আংশিক গ্রহণ দেখা যাবে। ভারতের অরুণাচল প্রদেশ এবং লাদাখের কিছু অংশ থেকে এই গ্রহণ দেখা যাবে। দেশের বাকি অংশে দেখা যাবে না। দেখে নিন গ্রহণের প্রভাব আপনার রাশিতে কেমন।
বৃষ - স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখতে হবে। গ্রহণের ফল আপনার রাশির উপর একেবারেই ভালো হবে না। কর্মক্ষেত্রে এর কুপ্রভাব পড়তে পারে।
মিথুন - আর্থিক সঙ্কট তৈরি হবে। অর্থাহানিরও যোগ রয়েছে। বাজে খরচ বন্ধ করতে হবে। পারিবারিক সম্পর্ক ভালো থাকবে।
কর্কট - এই রাশির জাতকদের ভীষণ সতর্ক থাকতে হবে। বিরোধীদের চক্রান্তের শিকার হতে পারেন। তর্ক এড়িয়ে চলুন।
সিংহ - আর্থিক লাভ হতে পারে। ধনলাভের পরিষ্কার যোগ রয়েছে। কারও সম্পর্কে নেতিবাচক মনোভাব আনবেন না। আধ্যাত্মিকতায় শান্তি পাবেন।
কন্যা - স্বাস্থ্য ভালো থাকবে না। ঋণ দেওয়ার আগে ভেবে দিন। কারণ ফেরত আসার সম্ভাবনা একেবারেই নেই। পারিবারিক সম্পর্ক মধুর হবে।
তুলা - ভেবে চিন্তে নতুন কাজে হাত দিন। মানসিক স্ট্রেস কষ্ট দিতে পারে। কোনও দরিদ্র ব্যক্তিকে সাহায্য করুন। এতে লাভ হবে ভবিষ্যতে।
বৃশ্চিক - মনের উপর নিয়ন্ত্রণ আনুন। নেতিবাচক ভাবনাকে দূরে সরাতে হবে। শরীরের বিশেষ যত্নের প্রয়োজন। মেডিটেশন করলে ফল পাবেন।
ধনু - কর্মক্ষেত্রে এবং প্রতিযোগিতা মূলক পরীক্ষায় সাফল্যের যোগ। তবে পরিশ্রম করতে হবে। আর্থিক লাভ হবে। বিনিয়োগে লাভ পেতে পারেন।
মকর - এই রাশির জাতকরা স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন। যে কোনও কাজ ভেবেচিন্তে করুন। কারও উপর বেশি নির্ভরতা হানিকারক হতে পারে।
কুম্ভ - রাগের উপর নিয়ন্ত্রণ আনা ভীষণ জরুরি। তা হলেই শত্রুর উপর বিজয় পেতে পারেন। সতর্কতার সঙ্গে কাজ করুন। নেতিবাচক মনোভাব থেকে দূরে থাকুন।