scorecardresearch
 
Advertisement
ধর্ম

আগে বাঁচুন, তারপর উৎসব, ছটপুজো পালনে নিষেধাজ্ঞা দিল্লি হাইকোর্টের

chatt
  • 1/5

দেশে করোনা পরিস্থিতি ক্রমশ স্বাভাবিক হলেও দিল্লির অবস্থা এখনও চিন্তায় রেখেছে। সেই আবহে রাজধানীর বিভিন্ন ঘাটে ছটপুজো পালনের অনুমতি প্রত্যাখ্যান করল দিল্লি হাইকোর্ট। আদালতের তরফে সাফ জানান হয় অনুমতি চেয়ে যারা আবেদন করেছেন তাঁরা দিল্লির কোভিড পরিস্থিতির সঙ্গে অবগত নন, সচেতনও নন। 

chatt
  • 2/5

লকডাউন উঠলেও রাজধানীতে পরিস্থিতি সঙ্কটজনক হয়ে ওঠে। সেই প্রেক্ষাপট প্রসঙ্গে হাইকোর্ট জানায়, যেকোনও ধর্মের উৎসব উদযাপন করতে গেলে আগে নিজেদের বেঁচে থাকতে হবে। 
 

chatt
  • 3/5

তবে এ বিষয়ে কোনও রাজনীতি নয় এমনটাও বলা হয়। ধর্মীয় ভাবাবেগে আঘাত নয় বরং পরিস্থিতি বুঝে নিয়ে লড়াই করার কথা বলা হয়েছে নির্দেশে। এই মুহুর্তে দিল্লির যা পরিস্থিতি সেখানে জন সমাবেশের অর্থ নতুন করে অতিমারী তৈরি হওয়া। 

Advertisement
chatt
  • 4/5

দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের সরকারের তরফে পাবলিক প্লেসে ছথ পূজা না করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে সে সব কমিটি এই পুজোর আয়োজন করে থাকে তাঁরা দিল্লি সরকারের এই আদেশের বিরোধিতা করেছে। একই সঙ্গে বিরোধী বিজেপিও কেজরিওয়াল সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে। তবে হাইকোর্টের রায় গিয়েছে আম আদমি পার্টির পক্ষেই।
 

chatt
  • 5/5

দিল্লির বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি এবং সংসদ-সদস্য মনোজ তিওয়ারি বলেন, "কোভিডের সামাজিক দূরত্বের নিয়মগুলি অনুসরণ করে না দিল্লির সরকার। অথচ ছট পুজোকে অনুমতি দিচ্ছে না। মিথ্যে নাটক করে চলেছে সরকার। ২৪ ঘন্টা অ্যালকোহল পানীয় সরবরাহের নির্দেশ কোন নির্দেশিকা মেনে করা হয়েছে মুখ্যমন্ত্রীর কাছে জবাব চাইছি।"

Advertisement