ছট পুজো উপলক্ষ্যে রামকৃষ্ণপুর গঙ্গা ঘাটে সকাল থেকেই ভিড়। পুলিশ প্রশাসনের তরফ থেকে ড্রোন ক্যামেরার মারফত নজরদারি চালানো হচ্ছে।
ভোররাতে বৃষ্টির হওয়ার ফলে বেশ কিছুক্ষণ অসুবিধার সম্মুখীন হতে হয় পূণ্যার্থীদের, তারপরে বৃষ্টি থামলে সবাই গঙ্গা ঘাটের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়েন।
একই চিত্র দেখা গেছে হাওড়া শহর জুড়ে বিভিন্ন গঙ্গা ঘাটে ও পুকুরে। পুন্যার্থীদের এদিন ভিড় বেশ ভালোই ছিল।
করোনা বিধি মাথায় রেখে পুন্যার্থীদের মুখে মাস্ক ও দূরত্ব বিধি বজায় রাখার আবেদন করছে প্রশাসন। পুলিশ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার তরফেও এদিন মাইকিং করা হয়।
ছটপুজো উপলক্ষ্যে টুইটও করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে করোনা বিধি মেনে সকলকে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে বলেছিলেন।
শুধু হাওড়া নয়, রাজ্যের বিভিন্ন জায়গায় এদিন ছট পুজো পালন করা হচ্ছে। দুর্গাপুরেও সকালে এই চিত্র দেখা যায়