
মৃত্যু নিয়ে স্বপ্ন দেখেছেন? এর অর্থ জানলে অবাক হবেন।

কখনও স্বপ্নের মধ্যে নিজের বা ঘনিষ্ঠ কারও মৃত্যু দেখেছেন। অনেকেরই এমনটা হয়েছে।

এমন স্বপ্ন দেখার পর, তাই নিয়ে মানসিক দ্বিধায় পড়াই স্বাভাবিক।

এমন পরিস্থিতিতে স্বপ্নের অর্থ জানতে চান অনেকে। কী বলছেন মনোবিদরা।

আপনার ঘনিষ্ঠ কারও মৃত্যু দেখার অর্থ, আপনি কোনওভাবে তাঁর চলে যাওয়ার ভয়ে চিন্তিত।

এমনটাও হতে পারে আপনি তাঁকে আপনার অজান্তেই অনেক ভালবাসেন।

কখনও স্বপ্নের মধ্যে ঘনিষ্ঠ কারও মৃত্যু দেখার অর্থ তিনি আপনার খুব কাছের।

সব স্বপ্নেরই যে অর্থ থাকবে এমন কোনও মানে নেই। কোন কোনও স্বপ্ন এমনিই হয়।

মাঝে মাঝে অতিরিক্ত স্ট্রেস থেকেও এমনটা হয়। খারাপ খাদ্যাভাস থেকেও হতে পারে।

ঘুমের আগে মনের সব চিন্তা কোনও ডায়েরিতে লিখে ফেলার চেষ্টা করুন। এতে ঘুমও ভাল হবে।