Advertisement
ধর্ম

Shalik Bird Sitting on Roof: বাড়ির ছাদে শালিক বসা শুভ না অশুভ? জানুন

অনেকেই বলেন
  • 1/10

অনেকেই বলেন, ছাদে শালিক পাখি বসলে তা নাকি কোনও ইঙ্গিত দেয়। কুসংস্কার না বাস্তব? চলুন জেনে নিই বিস্তারিত।

বাংলা সংস্কৃতিতে
  • 2/10

বাংলা সংস্কৃতিতে শালিক শুভ পাখি। হিন্দু ধর্মে একে মঙ্গলদায়ী বলে ধরা হয়। তাই বাড়ির আশেপাশে শালিককে অনেকে সৌভাগ্যের প্রতীক মনে করেন।

বাড়ির ছাদে
  • 3/10

বাড়ির ছাদে শালিক বসলে বাড়িতে ইতিবাচক শক্তির প্রবেশ ঘটে। পরিবারের জন্য এটি শুভ লক্ষণ।

Advertisement
অনেক সময়
  • 4/10

অনেক সময় এমন বিশ্বাস রয়েছে, শালিক ছাদে বসলে কোনও শুভ সংবাদ আসতে পারে। বিশেষ করে যদি একের বেশি বার দেখা যায়।

প্রেম,
  • 5/10

প্রেম, বিবাহ বা পারিবারিক সম্পর্কে মধুরতা বাড়ার ইঙ্গিতও অনেকে খোঁজেন শালিক দেখায়। একে শুভ সঙ্কেত মনে করা হয়।

 লোকমতে
  • 6/10

লোকমতে, এই পাখি বসলে তা আর্থিক দিক থেকেও উপকারে আসতে পারে। হঠাৎ করে কোনও লাভ হতে পারে।

বাড়ির ছাদে
  • 7/10

বাড়ির ছাদে শালিক বসলে অনেকেই বিশ্বাস করেন, কুদৃষ্টি বা বদনজর থেকে মুক্তি মেলে। পাখির উপস্থিতি নেতিবাচক শক্তি দূর করে।

Advertisement
 বিজ্ঞানীদের মতে
  • 8/10

বিজ্ঞানীদের মতে, শালিক বসা নিছকই প্রাকৃতিক ঘটনা। এর সঙ্গে শুভ-অশুভর কোনও সম্পর্ক নেই। এটি শুধুই মানুষের বিশ্বাস।

শালিকের
  • 9/10

শালিকের উপস্থিতি কাকে কী ভাবে প্রভাবিত করবে, তা সম্পূর্ণ নির্ভর করে আপনার বিশ্বাসের ওপর।

শুভ হোক
  • 10/10

শুভ হোক বা নিছকই কাকতালীয়, শালিক দেখলে মন ভালো হয় ঠিকই। তাই সময় নিয়ে খেয়াল রাখুন প্রকৃতির এই বার্তাগুলোর দিকে।

Advertisement