মহা পঞ্চমী
২৭ সেপ্টেম্বর, শনিবার
দেবীর বোধন-সন্ধে ৬টা
মহাষষ্ঠী
২৮ সেপ্টেম্বর, রবিবার
দেবী বরণ-সকাল ৮টা
ষষ্ঠী পুজো ও কল্পারম্ভ-সকাল ৮.৩০ মিনিটে।
দেবীর আমন্ত্রণ ও অধিবাসন-সন্ধে ৬টা
ষষ্ঠী তিথি থাকছে সকাল ১০টা ৪৩ মিনিট পর্যন্ত।
মহা সপ্তমী
২৯ সেপ্টেম্বর, সোমবার
সপ্তমী পুজো-সকাল ৭টায়
কলা বউ স্নান-সকাল ৮টায়
পুষ্পাঞ্জলি-সকাল ১০টায়
ভোগ ও আরতি-দুপুর ১২টায়
সন্ধ্যারতি-সন্ধে ৬টায়
সপ্তমী থাকছে বেলা ১২টা ২৮ মিনিট পর্যন্ত।
মহা অষ্টমী
৩০সেপ্টেম্বর, মঙ্গলবার
অষ্টমী পুজো-ভোর ৬.৩০ মিনিটে
কুমারী পুজো-সকাল ৮.৩০ মিনিটে
পুষ্পাঞ্জলি-সকাল ৯টা ১৫ মিনিটে
ভোগ ও আরতি-সকাল ১১.৪৫ মিনিটে
সন্ধি পুজো শুরু-দুপুর ১টা ২৫ মিনিটে
সন্ধি পুজো শেষ-দুপুর ২টো ০৯ মিনিটে
সন্ধ্যারতি-সন্ধে ৬টায়
অষ্টমী তিথি থাকছে দুপুর ১টা ৪৫ মিনিট পর্যন্ত।
মহা নবমী
১ অক্টোবর, বুধবার
নবমী পুজো-সকাল ৭টায়
পুষ্পাঞ্জলি-সকাল ৯.৩০ মিনিটে
ভোগ ও আরতি-সকাল ১১.৩০ মিনিটে
যজ্ঞ-দুপুর ১২ টায়
সন্ধ্যারতি-সন্ধে ৬টায়।
নবমী তিথি থাকবে দুপুর ১টা ৪৫ মিনিট পর্যন্ত।
দশমী
২ অক্টোবর, বৃহস্পতিবার
দশমী পুজো-সকাল ৮টায়
দর্পণ বিসর্জন-সকাল ৯.৩০ মিনিটে
দশমী তিথি-থাকবে দুপুর ২টো ৫৬ মিনিট পর্যন্ত (দেবীর বরণ, সিঁদুর খেলা ও বিসর্জন)
দিন ও তিথি অনুযায়ী দেবী নির্দিষ্ট বাহনে মর্ত্যে আগমন ও গমন করেন।
এ বছর দুর্গার আগমন হবে গজে। যার ফল স্বরূপ শস্যশ্যামলা হবে ধরিত্রী।
কিন্তু দেবীর গমনের বাহন অশুভ ইঙ্গিত করছে।
কারণ এ বছর দোলায় গমন করছেন দশভূজা। যে কারণে মড়কের আশঙ্কা থেকে যাচ্ছে।