Advertisement
ধর্ম

Boro Maa: অমাবস্যায় বড়মার কাছে অনলাইনে কীভাবে পুজো দেবেন? PHOTOS

নৈহাটির বড়মা
  • 1/8

আগামী রবিবার ২১ সেপ্টেম্বর মহালয়া। আর এইদিন অমাবস্যা হওয়াতে মা কালীর আরাধনা হয়ে থাকে। 
 

নৈহাটির বড়মা
  • 2/8

মহালয়ার দিন বড়মার মন্দিরে বিশেষ পুজোর আয়োজন প্রতি বছরই করা হয়।
 

নৈহাটির বড়মা
  • 3/8

অনেকেই এইদিনে নৈহাটিতে বড়মার মন্দিরে গিয়ে পুজো দেন। কিন্তু প্রচুর ভিড় হওয়ার কারণে অনলাইনেও এই পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে। 
 

Advertisement
নৈহাটির বড়মা
  • 4/8

অনলাইনে বড়মার কাছে পুজো দিতে হলে আপনার নাম ও গোত্র লিখে আগামী শনিবার (২০/০৯/২০২৫) রাত ১০টার মধ্যে বড়মার মন্দিরের অফিসিয়াল WhatsApp (8240820003)-তে পাঠিয়ে দিতে হবে। 

নৈহাটির বড়মা
  • 5/8

মহালয়ার দিন বড়মার মন্দিরে গিয়ে পুজো নেওয়া হবে দুপুর ৩টে পর্যন্ত।

নৈহাটির বড়মা
  • 6/8

এছাড়াও অমাবস্যার পুজো সন্ধে ৬টা থেকে বড়মার অফিসিয়াল ফেসবুকে LIVE দেখানো হবে।

নৈহাটির বড়মা
  • 7/8

Joy Boro Maa Apps-এর মাধ্যমে আপনি আপনার পুজো পাঠাতে পারেন।

Advertisement
নৈহাটির বড়মা
  • 8/8

২১ সেপ্টেম্বর অমাবস্যা শুরু হচ্ছে ৩রা আশ্বিন ২০ সেপ্টেম্বর ২০২৫, শনিবার রাত ১১টা ৫৪ মিনিট পর্যন্ত এবং অমাবস্যা শেষ হচ্ছে ৮ঠা আশ্বিন ২১ সেপ্টেম্বর ২০২৫, রবিবার রাত ১২টা ২৫ মিনিট পর্যন্ত। ছবি সৌজন্যে: নৈহাটি বড়মার ফেসবুক পেজ

Advertisement