Advertisement
ধর্ম

Durga Puja 2021: হাতে কিন্তু আর এক দিন, কলকাতার এই মণ্ডপগুলো বাদ দেননি তো?

  • 1/5

উত্তর কলকাতার প্রখ্যাত বনেদি বাড়ির পুজো শোভাবাজার রাজবাড়ি। ১৭৫৭ সালে শোভাবাজার রাজবাড়ির মহারাজা নবকৃষ্ণ দেব দুর্গা পুজো শুরু করেন। তিনি পূজার জন্য একটি ধারা তৈরি করেন যা কলকাতার উঠতি বণিক শ্রেণির মধ্যে একটি রেওয়াজ এবং আভিজাত্যের প্রতীক হয়ে ওঠে। সেসময় থেকে ঐতিহ্য মেনে আজও চলেছে দুর্গাপুজো।
 

  • 2/5

তিনি পূজার জন্য একটি ধারা তৈরি করেন যা কলকাতার উঠতি বণিক শ্রেণির মধ্যে একটি রেওয়াজ এবং আভিজাত্যের প্রতীক হয়ে ওঠে। সেসময় থেকে ঐতিহ্য মেনে আজও চলেছে দুর্গাপুজো।

  • 3/5

উত্তর কলকাতার অন্যতম জনপ্রিয় পুজো বাগবাজার সর্বজনীন। মায়ের সাবেকি ডাকের সাজে দর্শক টানে। কোভিড বিধি মেনে এবছরও আয়োজিত হয় পুজো।
 

Advertisement
  • 4/5

কোভিড বিধি মেনেই এবছরও ধুমধাম করে হচ্ছে দুর্গাপুজো।
 

  • 5/5

দক্ষিণ কলকাতার অন্যতম হাই প্রোফাইল দুর্গাপুজো, যা প্রতি হাজার হাজার দর্শককে আকর্ষণ করে তা হল ম্যাডক্স স্কয়ার। 
 

Advertisement