scorecardresearch
 
Advertisement
ধর্ম

Eid ul-Adha: রাত পোহালেই ঈদ, সারা বিশ্বে চলছে প্রস্তুতি

ঈদ
  • 1/9

রাত পোহালেই মুসলমান সম্প্রদায়ের অন্যতম বড় উৎসব ঈদ। এই উপলক্ষে সারা বিশ্বে চলছে প্রস্তুতি। মসজিদে নিয়ম মেনে নমাজ পড়তে আসেন অনেকে।

ঈদ
  • 2/9

কোভিড প্রোটোকল মেনেই ইন্দোনেশিয়া, সৌদি আরব-সহ অন্যান্য দেশে নমাজ পড়ার অনুমতি দেওয়া হয়েছে।

ঈদ
  • 3/9

মহিলাদের জন্য আলাদা মসজিদে চোখে পড়ার মতো ভিড় লক্ষ্য করা গেল ইন্দোনেশিয়ায়। ঢোকার মুখে প্রত্যেকের তাপমাত্রা মাপা হয়েছে।

Advertisement
ঈদ
  • 4/9

মুখে মাস্ক পরেই ঈদের নমাজে সামিল হয়েছেন তাঁরা। আঁটসাঁটো নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে মসজিদ চত্বর।

ঈদ
  • 5/9

বাদ যায়নি বাড়ির খুদে সদস্যরাও। বাবা-মায়ের হাত ধরে তাঁরাও সামিল হয়েছে উৎসবের প্রার্থনায়।

ঈদ
  • 6/9

মানা হয়েছে সামাজিক দূরত্ববিধি এবং সমস্ত কোভিড প্রোটোকল। এ জন্যেই নিষেধাজ্ঞা ছিল ঈদের কোলাকুলিতেও।

ঈদ
  • 7/9

মসজিদের বাইরেও দূরত্ব মেনে অপেক্ষা করেছেন নমাজ পড়তে আসা সকলে। 

Advertisement
ঈদ
  • 8/9

প্রত্যেক বার নমাজের পরে স্যানিটাইজ করা হয়েছে মসজিদও। তার পর বাকিদের ঢোকার অনুমতি দেওয়া হয়েছে।

ঈদ
  • 9/9

ছবি সৌজন্য রয়টার্স এবং এপি

Advertisement