শ্রাবণ (Shravan) মাসের প্রথম সোমবার। আর তাই তারকেশ্বর (Tarakeswar)-এ বেশ ভিড় দেখা গেল শিবভক্তদের। তবে করোনা-বিধি মেনে পুজো দিয়েছেন তাঁরা। সে ব্যাপারে খেয়াল রেখেছিলেন কর্তৃপক্ষ।
করোনা (Corona) অতিমারীর কারণে শ্রাবণ (Shravan) মাসের প্রথম সোমবারেও ভক্তদের উৎসাহে অন্ত নেই। তারকেশ্বর (Tarakeswar) শিব মন্দির জোর কদমে চলছে শিব আরাধনা।
যদিও আগের বছরের মতো এবারও তারকেশ্বর (Tarakeswar) শ্রাবণী মেলা বন্ধ বলে জানায় তারকেশ্বর মন্দির কর্তৃপক্ষ। করোনা সংক্রমণ ঠেকাতে এই ব্যবস্থা নেওয়ার পথে হেঁটেছেন তাঁরা।
তা সত্ত্বেও দেশদুনিয়া থেকে তারকেশ্বর (Tarakeswar) আসছে প্রচুর ভক্ত। আর তাই আশার আলো দেখছেন সেখানকার ব্যবসায়ীরা। কারণ শ্রাবণী মেলা যাত্রা বন্ধ থাকলেও প্রত্যেকদিনের নয়া করোনা বিধি মেনে মন্দিরে ২০০ জন করে প্রবেশ করানোর ব্যবস্থা নিয়েছে মন্দির কর্তৃপক্ষ। ফলে মানুষের যাতাযাত একেবারে বন্ধ হয়ে যায়নি।
শ্রাবণী মেলাকে কেন্দ্র করে মন্দির এলাকায় হাজারো মানুষের রুজি-রুটির টান পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
এই মেলার সঙ্গে জড়িয়ে আছেন এই এলাকার হোটেল ব্যবসায়ী থেকে শুরু করে অজস্র দোকানদার। এর মধ্যে রয়েছেন যাঁরা ফুল, মালার ব্যবসায়ীরা। এছাড়া রয়েছেন ছোটখাটো দোকানপত্র চালান, এমন অনেক মানুষজন।
গত বছর করোনার কারণে এই তারকেশ্বর (Tarakeswar)-এর শ্রাবণী মেলা বন্ধ ছিল। সেই সময় থেকেই এই এলাকায় মানুষের রুজি-রুটির টান শুরু হয়েছে।
তবে এলাকার মানুষ আশা করেছিলেন এবার হয়তো এই বছরের শ্রাবণী মেলা হবে। আর তাঁরা ব্যবসা-বাণিজ্য করতে পারবেন। কিন্তু প্রশাসনিক হস্তক্ষেপে এবং করোনার কথা মাথায় রেখে মন্দির কর্তৃপক্ষ এই মেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
তবে পাশাপাশি কিছুটা হলেও মন্দির প্রশাসনের তরফে ভক্তদের মন্দিরে প্রবেশ করার নিয়ম কিছুটা শিথিল করেছে।
আর তাই শিবভক্তরা ভিড় জমিয়েছেন। তাঁরা বেশ খুশি। মন্দির দর্শন এবং পুজোর করার সুযোগ পাওয়ায় বেশ আনন্দ পেয়েছেন তাঁরা।