scorecardresearch
 
Advertisement
ধর্ম

Feng Shui Tips For Positive Energy In Home : ঘরে থাকবে সুখ-সমৃদ্ধি, মেনে চলুন ফেং শ্যুইয়ের ৫ টিপস

প্রতীকী ছবি
  • 1/6

চিনের বাস্তুশাস্ত্রকে ফেং শ্যুই বলে। ফেং শ্যুইয়ের মাধ্যমে বাড়ির নেতিবাচক শক্তি দূর করে ইতিবাচক শক্তির প্রবেশ করানো যেতে পারে। ফেং শ্যুইয়ের নিয়ম মেনে জীবনে সাফল্য ও অগ্রগতি অর্জন করা যায়।
 

প্রতীকী ছবি
  • 2/6

ফেং শ্যুই অনুসারে, ঘরে শুধু সেই পরিমাণ জিনিস রাখুন, যা আপনার প্রয়োজন। অত্যধিক লাগেজ হাঁটার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, যা সঠিক বলে মনে করা হয় না। ইতিবাচক শক্তিও এর দ্বারা প্রভাবিত হয়।
 

প্রতীকী ছবি
  • 3/6

ফেং শ্যুই অনুসারে, ড্রয়িং রুমে সোফা এমনভাবে রাখবেন না যাতে এর পিছনের দিকটি ঘরের দরজার দিকে থাকে। অর্থাৎ বাইরে থেকে আসা লোকজন যেন সোফার পেছনের দিক না দেখে।
 

Advertisement
প্রতীকী ছবি
  • 4/6

ফেং শ্যুইতে বাড়ির প্রধান প্রবেশদ্বারের গুরুত্ব রয়েছে। প্রবেশদ্বার পরিষ্কার থাকতে হবে এবং চলাচলের পথে কোনও বাধা যেন না থাকে।

প্রতীকী ছবি
  • 5/6

ভুল করেও ঘরে ধারালো বা কাঁটাযুক্ত পাতার গাছ লাগাবেন না। ফেং শ্যুইতে বৃত্তাকার পাতা দিয়ে গাছ লাগানো ভাল বলে মনে করা হয়।

প্রতীকী ছবি
  • 6/6

অফিসে এবং বাড়িতে বিশ্রামের জন্য বা বসার জন্য আসবাবপত্র এমনভাবে রাখুন যাতে আপনার চোখ সেখান থেকে সোজা দরজার দিকে থাকে। এটি ইতিবাচক শক্তি প্রেরণ করে। 

আরও পড়ুন - মুঠো মুঠো কাজু খাচ্ছেন? বিপদ বলে আসে না...

Advertisement