Advertisement
ধর্ম

খরচ হবে খুব কম, ভাইফোঁটার এই গিফট আইডিয়া গুলো জেনে নিন

ভাই হোক বা দাদা, বোন হোক বা দিদি, একে অপরের জন্য উপহার অবশ্যই দিয়ে থাকেন। তা সে যত ছোট উপহারই হোক না কেন, এই উৎসবে তা দুজনের কাছেই ভীষণ প্রিয়।
  • 1/11

ভাই হোক বা দাদা, বোন হোক বা দিদি, একে অপরের জন্য উপহার অবশ্যই দিয়ে থাকেন। তা সে যত ছোট উপহারই হোক না কেন, এই উৎসবে তা দুজনের কাছেই ভীষণ প্রিয়।

হাতে বানানো কার্ড: ফটো প্রিন্ট করে অথবা হাতে এঁকে বোন/দিদিকে কার্ড দিতে পারেন। হাতে তৈরি উপহার সবসময়েই ভীষণ স্পেশাল।
  • 2/11

হাতে বানানো কার্ড: ফটো প্রিন্ট করে অথবা হাতে এঁকে বোন/দিদিকে কার্ড দিতে পারেন। হাতে তৈরি উপহার সবসময়েই ভীষণ স্পেশাল।

আপনার হাতে তৈরি খাবার: কোনও স্ন্যাকস বা মিষ্টি নিজে হাতে তৈরি করুন। ইউটিউব দেখে হ্যান্ডমেড চকোলেট বানাতে পারেন। সুন্দর বক্সে সাজিয়ে দিন।
  • 3/11

কোনও স্ন্যাকস বা মিষ্টি নিজে হাতে তৈরি করুন। ইউটিউব দেখে হ্যান্ডমেড চকোলেট বানাতে পারেন। সুন্দর বক্সে সাজিয়ে দিন।

Advertisement
রান্নাঘরের সরঞ্জাম: আপনার বোন বা দিদিটি যদি রন্ধনপটু হন, সেক্ষেত্রে রান্নাঘরের কোনও সরঞ্জাম, যেমন দামি কড়াই, কিচেন অ্যাপ্লায়েন্স দিতে পারেন
  • 4/11

রান্নাঘরের সরঞ্জাম: আপনার বোন বা দিদিটি যদি রন্ধনপটু হন, সেক্ষেত্রে রান্নাঘরের কোনও সরঞ্জাম, যেমন দামি কড়াই, কিচেন অ্যাপ্লায়েন্স দিতে পারেন।

রান্নাঘরের সরঞ্জাম: আপনার বোন বা দিদিটি যদি রন্ধনপটু হন, সেক্ষেত্রে রান্নাঘরের কোনও সরঞ্জাম, যেমন দামি কড়াই, কিচেন অ্যাপ্লায়েন্স দিতে পারেন।
  • 5/11

রান্নাঘরের সরঞ্জাম: আপনার বোন বা দিদিটি যদি রন্ধনপটু হন, সেক্ষেত্রে রান্নাঘরের কোনও সরঞ্জাম, যেমন দামি কড়াই, কিচেন অ্যাপ্লায়েন্স দিতে পারেন।

হাতে আঁকা পেইন্টিং: মোটামুটি ছবি আঁকার অভ্যাস থাকলে নিজে হাতে কোনও ছবি এঁকে সেটি বাঁধিয়ে দিতে পারেন।
  • 6/11

হাতে আঁকা পেইন্টিং: মোটামুটি ছবি আঁকার অভ্যাস থাকলে নিজে হাতে কোনও ছবি এঁকে সেটি বাঁধিয়ে দিতে পারেন।

ইলেকট্রনিক আইটেম: ব্লুটুথ হেডফোন, স্মার্টওয়াচের মতো ইলেকট্রনিক আইটেম উপহার দিতে পারেন।
  • 7/11

ইলেকট্রনিক আইটেম: ব্লুটুথ হেডফোন, স্মার্টওয়াচের মতো ইলেকট্রনিক আইটেম উপহার দিতে পারেন।

Advertisement
বই বা জার্নাল: বোনের প্রিয় লেখকের বই উপহার দিতে পারেন।
  • 8/11

বই বা জার্নাল: বোনের প্রিয় লেখকের বই উপহার দিতে পারেন।

কসমেটিক্স: শীত আসছে। আপনার বোন কোন ব্র্যান্ডের কী প্রসাধনী ব্যবহার করেন তা জানার চেষ্টা করুন। সেগুলি কিনে দিন।
  • 9/11

কসমেটিক্স: শীত আসছে। আপনার বোন কোন ব্র্যান্ডের কী প্রসাধনী ব্যবহার করেন তা জানার চেষ্টা করুন। সেগুলি কিনে দিন।

শাড়ি: ঢাকাই, তাঁত, হ্যান্ডলুমের শাড়ি উপহার দিতে পারেন। কোনও হালকা প্যাস্টেল শেডের কিনলে তা পছন্দ হতে বাধ্য।
  • 10/11

শাড়ি: ঢাকাই, তাঁত, হ্যান্ডলুমের শাড়ি উপহার দিতে পারেন। কোনও হালকা প্যাস্টেল শেডের কিনলে তা পছন্দ হতে বাধ্য।

ঘড়ি: কোনও ভাল ব্র্যান্ডের ঘড়ি উপহার দিতে পারেন।
  • 11/11

ঘড়ি: কোনও ভাল ব্র্যান্ডের ঘড়ি উপহার দিতে পারেন।

Advertisement