scorecardresearch
 
Advertisement
ধর্ম

Jhulan Yatra at ISKCON : মায়াপুরে COVID বিধি মেনে ঝুলনে মহা ধুমধাম, দেখুন PHOTOS

Jhulan Yatra celebrated by ISKCON Radha MAdhav is decorated in Mayapur Nadia abk one
  • 1/12

নদিয়ার মায়াপুর ইসকন (ISKCON)-এর ঝুলন যাত্রা (Jhulan Yatra) প্রত্যেক বছর জাঁকজমক পালন করা হয়।

Jhulan Yatra celebrated by ISKCON Radha MAdhav is decorated in Mayapur Nadia abk two
  • 2/12

তবে এবার জমকালো ভাবে করা হচ্ছে না। দুই বছর ধরে করোনা সংক্রমণের জন্য তা একবারে দর্শকশূন্য। 

Jhulan Yatra celebrated by ISKCON Radha MAdhav is decorated in Mayapur Nadia abk three
  • 3/12

এখানকার ঝুলন বিখ্যাত। দেশের বিভিন্ন অংশ তো বটেই, বিদেশ থেকে মানুষ আসেন।

Advertisement
Jhulan Yatra celebrated by ISKCON Radha MAdhav is decorated in Mayapur Nadia abk four
  • 4/12

সেখানে থাকেন। ঝুলনে অংশ নেন। প্রতি বছর এই সময়ে তেমনই ছবি দেখা যায়। 

Jhulan Yatra celebrated by ISKCON Radha MAdhav is decorated in Mayapur Nadia abk five
  • 5/12

তবে করোনার কারণে সে সব পাল্টে গিয়েছে। সংক্রমণের কারণে ভিড় জমায়েত নেই বললেই চলে। অত্যন্ত সতর্ক কর্তৃপক্ষ।

Jhulan Yatra celebrated by ISKCON Radha MAdhav is decorated in Mayapur Nadia abk six
  • 6/12

গত বার সাধারণ মানুষের প্রবেশ নিষেধ ছিল কোনও রকমে নিয়ম মেনে ঝুলন যাত্রা (Jhulan Yatra) করা হচ্ছে। এই বছর কিছুটা শিথিল হলেও দর্শকদের প্রবেশ করানো হচ্ছে নিয়ম মেনে।

Jhulan Yatra celebrated by ISKCON Radha MAdhav is decorated in Mayapur Nadia abk seven
  • 7/12

সামাজিক দূরত্ববিধি, জীবনুনাশক স্প্রে করে দর্শকদের প্রবেশ করানো হয়েছে। বুধবার থেকে  শুরু হল নদিয়ার মায়াপুর ইসকন (ISKCON)-এ ঝুলন যাত্রা (Jhulan Yatra)। এই দিন সন্ধ্যা থেকে শুরু হলো শ্রীকৃষ্ণের ঝুলন পূর্ণিমা। ৫ ধরে দিন চলবে এই ঝুলন।

Advertisement
Jhulan Yatra celebrated by ISKCON Radha MAdhav is decorated in Mayapur Nadia abk eight
  • 8/12

প্রতিদিন বিকেল পাঁচটা থেকে শুরু হবে এই ঝুলন (Jhulan Yatra) এবং চলবে রাত সাড়ে ৮ পর্যন্ত।

Jhulan Yatra celebrated by ISKCON Radha MAdhav is decorated in Mayapur Nadia abk nine
  • 9/12

প্রতি বছর এই সময় দেশ বিদেশ ছেকে বহু ভক্ত বৃন্দরা আসেন মায়াপুর ইসকন (ISKCON)-এ।

Jhulan Yatra celebrated by ISKCON Radha MAdhav is decorated in Mayapur Nadia abk one nine
  • 10/12

কিন্তু বর্তমান করোনা পরিস্থিতিতে এ বছর সেই রকম ভক্তের সমাগম না হলেও ভিড় ছিল চোখে পরার মতো। সমস্ত করোনা বিধি মেনেই ইসকন (ISKCON)-এ প্রবেশের অনুমতি দিচ্ছেন ইসকন কর্তৃপক্ষ।

Jhulan Yatra celebrated by ISKCON Radha MAdhav is decorated in Mayapur Nadia abk one ten
  • 11/12

সন্ধ্যায় আরতি পুজা-অর্চনা, নাম কীর্তন এর মধ্যে দিয়ে ভক্ত বৃন্দ আলাদা অনুভূতি উপভোগ করছেন দীর্ঘ দিন ধরে চলা করোনা সংক্রমণের প্রকোপ থেকে বের হতে।

Advertisement
Jhulan Yatra celebrated by ISKCON Radha MAdhav is decorated in Mayapur Nadia abk one five
  • 12/12

রাজ্যের বিভন্ন প্রান্তে ঝুলন উৎসব (Jhulan Yatra) পালন করা হয়। আর সেই উপলক্ষে বিভিন্ন জায়গায় মেলা বসে। থাকে অনুষ্ঠানের আসর। তবে গত দু'বছরে সেই ছবি পাল্টে গিয়েছে বলা যায়। করোনাভাইরাস সংক্রমণ সব বদলে দিয়েছে। প্রাণ খুলে মানুষ বাইরে বেরোতে পারছেন না। কারণ জমায়েত হলে সংক্রমণের আশঙ্কা বেড়ে যেতে পারে।

Advertisement