Advertisement
ধর্ম

Rakhi Purnima 2021: ভুলেও ভাইয়ের হাতে এই রাখিগুলি বাঁধবেন না! তাহলেই ঘোর অমঙ্গল

  • 1/7

এই বছর ২২ অগাস্ট, রবিবার রাখি পূর্ণিমা (Rakhi Purnima) বা রাখি বন্ধন উৎসব (Raksha Bandhan Utsav) পালন হবে দেশজুড়ে। ভাইয়ের মঙ্গল কামনা করে বোনেরা তাঁদের হাতে রাখি পরিয়ে দেবেন পবিত্র তিথিতে। তবে না জেনেই অনেক সময়, ভুল রাখি কিনে ফেলেন অনেকেই। যেটা আসলে অত্যন্ত অশুভ। তাই ভেবে চিন্তে রাখি কেনা উচিত। 

  • 2/7

বাজারে নানা রকমের রাখি পাওয়া যায় বর্তমানে। বিশেষত চিন থেকে যে সমস্ত রাখি আসে সেগুলো দেখতে খুব সুন্দর হয়। জ্যোতিষাচার্যদের মতে, এই ধরনের রাখি অত্যন্ত অশুভ।

  • 3/7

কখনই ছেঁড়া রাখি ভাইয়ের রাতে বাঁধা উচিত না। অনেক সময়, কিছু না ভেবেই এমন রাখি আমরা কিনে আনি, যেটা কিছুটা ছেঁড়া। বাড়িতে এসে সেগুলো আঠা দিয়ে আটকে হাতে পরিয়ে দি। তবে এতে ঘোর অমঙ্গল হয়। 

Advertisement
  • 4/7

বাজারজাত রকমারি রাখি প্লাস্টিকের তৈরি হয়। দেখতে খুব সুন্দর হলেও কখনই প্লাস্টিকের রাখি কিনবেন না। এই ধরণের রাখি কেতুর পদার্থ বলে মনে করা হয়। এর ফলে পরিবারে কুখ্যাতি বাড়ে। 
 

  • 5/7

যেই সমস্ত রাখির প্রান্ত ধারালো, সেগুলি এড়িয়ে যাওয়াই ভাল। এছাড়াও অনেক রাখিতে দেব -দেবীর ছবি থাকে, সেগুলো আসলে অশুভ।

  • 6/7

কিছু রাখিতে অনেক কাজ করা থাকে। লোহার কাজ করা রাখি কেনাও এড়িয়ে চলুন। এছাড়া, রাখি কেনার সময় রঙের কথাও মাথায় রাখা জরুরি। কালো রং রাছে, এই রকম কোনও রাখি কিনবেন না। হিন্দু ধর্মে কালো রঙকে অশুভ বলে মনে করা হয়। 
 

  • 7/7

কোন রাখি পরানো শুভ 

সিল্ক, তুলো ইত্যাদি দিয়ে তৈরি রাখি পরানোর চেষ্টা করুন। এই ধরনের রাখি বাঁধলে ভাইদের খ্যাতি বৃদ্ধি পায়। লাল, সবুজ এবং সাদা রঙের রাখি শুভ বলে মনে করা হয়। 

Advertisement