ভোরে মঙ্গলারতির মধ্যে দিয়ে শুরু হয় অনুষ্ঠান। তারপর বেদপাঠ, স্তবগান, ভজন পরিবেশন, হোমযজ্ঞ সবেরই আয়োজন করা হয়।
এছাড়া ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের নাটমন্দিরে মাতৃসঙ্গীত, মায়ের কথাপাঠ, ভক্তিগীতি, লীলাগীতিরও আয়োজন করা হয়।
বিকেলে রয়েছে ধর্মসভা। সন্ধ্যায় ঠাকুরের মন্দিরে আরতির পর মায়ের মন্দিরে হবে সন্ধ্যারতি। হবে ভজন পরিবেশন।