scorecardresearch
 
Advertisement
ধর্ম

Belur Math: সারদা মায়ের জন্মতিথিতে বিশেষ পুজো, দর্শনার্থীদের প্রবেশ বন্ধ

বেলুড় মঠ
  • 1/5

আজ শ্রী শ্রী সারদা মায়ের ১৬৮ তম জন্মতিথি। সেই উপলক্ষ্যে বেলুড় মঠে বিশেষ পুজো।

মঙ্গলারতির মাধ্যমে সূচনা
  • 2/5

ভোরে মঙ্গলারতির মধ্যে দিয়ে শুরু হয় অনুষ্ঠান। তারপর বেদপাঠ, স্তবগান, ভজন পরিবেশন, হোমযজ্ঞ সবেরই আয়োজন করা হয়।

দিনভর নানা অনুষ্ঠান
  • 3/5

এছাড়া ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের নাটমন্দিরে মাতৃসঙ্গীত, মায়ের কথাপাঠ, ভক্তিগীতি, লীলাগীতিরও আয়োজন করা হয়।

Advertisement
ঠাকুরের আরতির পর মায়ের আরতি
  • 4/5

বিকেলে রয়েছে ধর্মসভা। সন্ধ্যায় ঠাকুরের মন্দিরে আরতির পর মায়ের মন্দিরে হবে সন্ধ্যারতি। হবে ভজন পরিবেশন।

দর্শনার্থীদের প্রবেশ বন্ধ
  • 5/5

তবে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এই বছর মঠে দর্শনার্থীদের প্রবেশে বন্ধ রাখা হয়েছে। রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।  

Advertisement