scorecardresearch
 
Advertisement
ধর্ম

Maha Shivratri 2021: শিবরাত্রির ব্রত পালনে তারকেশ্বরে ভক্তদের ঢল, দেখুন PHOTOS

তারকেশ্বর
  • 1/7

হুগলী জেলার তারকেশ্বর শহরে অবস্থিত শিবমন্দির পশ্চিমবঙ্গের শিব মন্দিরগুলির মধ্যে এটি অন্যতম ও বহু প্রাচীন। প্রতি বছর শ্রাবণ মাসে ও বিশেষ দিনগুলিতে এখানে ভক্তদের সমাগম হয়। 
 

তারকেশ্বর
  • 2/7

মহা শিবরাত্রির পবিত্র দিন উপলক্ষেও এখানে হাজার হাজার মহিলারা শিবের উপাসনায় সামিল হন। তারকেশ্বর, কেবল ভারতে নয়, বলা যায় এই মন্দির বিশ্বজুড়ে বিখ্যাত। 
 

তারকেশ্বর
  • 3/7

তারকেশ্বরের পবিত্র দুধপুকুরে পুণ্যার্থীরা পবিত্র স্নান করেন।

Advertisement
তারকেশ্বর
  • 4/7

প্রতি বছরের ন্যায় এবছরও মহিলারা মহাদেবের উপাসনা করে, মন্দির চত্বরের জীবন্ত ষাঁড় 'নন্দী ও ভৃঙ্গী'-র আশীর্বাদ নিয়েছেন।

তারকেশ্বর
  • 5/7

ভক্তরা তারকেশ্বর মন্দিরের প্রধান পুরোহিত শ্রীমাদ দানদ্বীস্বামী সুরেশ্বর আশ্রম মহারাজের আশীর্বাদও নিয়েছেন।

তারকেশ্বর
  • 6/7

ভক্তরা তারকেশ্বর মন্দিরের প্রধান পুরোহিত শ্রীমাদ দানদ্বীস্বামী সুরেশ্বর আশ্রম মহারাজের আশীর্বাদও নিয়েছেন।

তারকেশ্বর
  • 7/7

এই বিশেষ তিথিতে দেবাদিদেবের জন্য ব্রত পালন করে ভক্তরা বেশ আনন্দিত এবং সন্তুষ্ট।

Advertisement