scorecardresearch
 
Advertisement
দক্ষিণবঙ্গ

PHOTOS: পূর্ব ভারতের বৃহত্তম শিবলিঙ্গটি আছে নদিয়াতে!

shivaniwas
  • 1/8

নদিয়া জেলার মাজদিয়ার তিন কিমি দূরে শিবনিবাস গ্রাম৷ এই গ্রামেই রয়েছে পূর্ব ভারতে সবচেয়ে বড় কালো পাথরের শিবলিঙ্গ৷ 

shivaniwas
  • 2/8

রাজ্যের প্রসিদ্ধ শিব মন্দিরগুলির মধ্যে রয়েছে মাজদিয়ার রাজ রাজেশ্বর মন্দির৷ নদীর ঘাট থেকেই নজরে পড়ে সুউচ্চ মন্দিরের চুড়ো। শোনা যায়,কৃষ্ণচন্দ্র বাংলায় বর্গী আক্রমণের সময় তাঁর রাজধানী কৃষ্ণনগর থেকে মাজদিয়ায় সরিয়ে আনেন৷ শিবের নামে নামকরণ করেন শিবনিবাস৷ এখানে তিনি এক সুন্দর রাজপ্রাসাদ ও কয়েকটি মন্দির প্রতিষ্ঠা করেন৷ তারমধ্যে তিনটি মন্দির এখনও অবশিষ্ট হয়েছে৷ এরমধ্যে সবচেয়ে পুরোনো মন্দিরটি হল রাজরাজেশ্বর শিবমন্দির।বাকি সব ধ্বংস, যার চিহ্ন ছড়িয়ে ছিটিয়ে আছে শিবনিবাসে।

shivaniwas
  • 3/8

ঐতিহাসিকরা মনে করেন ১৬৭৬ শকাব্দ তথা ১৭৫৭ খ্রীষ্টাব্দে এই মন্দিরটি তৈরি করা হয়েছিল।  সেই সময় রাজধানী মাজদিয়া রক্ষার্থে কৃত্রিম একটি খাল কেটে ইছামতি এবং চূর্ণী নদী কে জুড়ে রাজা কৃষ্ণচন্দ্র জনপদ দ্বারা বেষ্টিত করেছিলেন রাজধানী রক্ষার্থে। সেই খাল আজ কঙ্কণা নদী নামে পরিচিত। যে নদী পেরিয়ে শিবনিবাসে পৌঁছতে হয়। ১০৮ শিবের বসত ছিল এই শিবনিবাস। লোকে বলত, “শিবনিবাস তুল্য কাশী, ধন্য নদী কঙ্কনা”

Advertisement
shivaniwas
  • 4/8

 বুড়ো শিবের মন্দির বলে খ্যাত এই মন্দির এক  ঝলক দেখলে গির্জা বলে মনে হয়। চুড়ো সমেত এই মন্দিরের উচ্চতা ১২০ ফুট, আটকোনা মন্দির, প্রতিটি কোনায় মিনার ধরনের সরু থাম রয়েছে।

shivaniwas
  • 5/8

মন্দিরের ভিতর কালো শিবলিঙ্গ, উচ্চতা ১১ ফুট ৯ ইঞ্চি, বেড় ৩৬ ফুট। সিঁড়ি দিয়ে উঠে শিবের মাথায় জল ঢালতে হয়। পূর্ব ভারতে এতো বড় শিবলিঙ্গ আর নেই। 
 

shivaniwas
  • 6/8

পথের ডান দিকের মন্দিরটির  নির্মাণ ১৭৬২ সালে। বর্গাকার প্রস্থচ্ছেদের মন্দির। মহারাজ কৃষ্ণচন্দ্রের দ্বিতীয় মহিষীর প্রতিষ্ঠিত এই মন্দিরের ‘রাজ্ঞীশ্বর’ সাড়ে ৭ ফুট উঁচু। পথের বাঁ দিকে রামসীতা মন্দির। পশ্চিমমুখী চার চালা মন্দির। শিখরে ৪টি মিনার।
 

shivaniwas
  • 7/8

এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম এবং পূর্ব ভারতের সবচেয়ে বড় শিবলিঙ্গ বলেই শিবনিবাসকে জানে সকলে। সেই সময় কৃষ্ণচন্দ্র রাজা অগ্নিহোত্রী বাজপেয়ি যঞ্জ সম্পন্ন করেছিলেন, কাশি থেকে ধর্মীয় পুরোহিত-পণ্ডিতরা এসে এই মন্দির দর্শন করে, আপ্লুত হয়ে ছিলেন, স্বীকৃতি দিয়েছিলেন কাশির সমতুল্য হিসাবে। সেই থেকে সারা পৃথিবীতে স্বনামধন্য এই শ্রীনিবাস।

Advertisement
shivaniwas
  • 8/8

বৃহস্পতিবার দুপুরের পরে এবার  শিবরাত্রির লগ্ন পড়েছে, কিন্তু এদিন সকাল থেকেই শিবরাত্রির উৎসবের মেজাজ দেখা গেল নদিয়ার শিবনিবাস রাজরাজেশ্বর মন্দিরে। শিবনিবাসে  দূরদূরান্ত থেকে এসে ভিড় করেন অসংখ্য পুণ্যার্থী।  শিবের মাথায় জল ঢালতে ভোর থেকেই এই মন্দিরচত্বরে শুরু হয়ে গিয়েছিল ভক্তদের ঢল। মন্দির-চত্বরে বসেছে মেলাও। 

Advertisement