দেশের অন্যতম বড় উৎসব শিবরাত্রি। প্রত্যেক বছরই ভগবান শিবের পূজার্চনা করা হয়ে থাকে। বলা হয়, শিবরাত্রির দিন ভক্তদের মনের আশা পূরণ করেন ভোলানাথ।
জ্যোতিষাচার্য রজত শর্মা জানাচ্ছেন, শিবরাত্রির রাতে স্বপ্নে যদি এই ৫ বস্তু দেখেন তবে বুঝবেন শিবশংকর শীঘ্রই আপনার উপর কৃপা করবেন। এ মন ঘটনা নির্ধনকেও ধনী বানিয়ে দিতে পারে। জানুন ওই ৫ বস্তু কী কী।
ত্রিশূল - ভগবান শিবের ত্রিশূলের তিনটি শুল হল কাম, ক্রোধ এবং লোভ। যদি স্বপ্নে ত্রিশূল দর্শন হয় তবে জানবেন ভগবান শিব আপনার বিকার ধ্বংস করবেন। আপনাকে ভক্তির আশীর্বাদ দিচ্ছেন স্বয়ং নীলকণ্ঠ।
তৃতীয় নয়ন - স্বপ্নে শিবের তৃতীয় নয়নের দর্শন করা মানে জানবেন আধ্যাত্মিক ক্ষেত্রে উন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে। জীবনে কোনও বড় লাভের সংকেত বয়ে আনে তৃতীয় নেত্র। আপনার কোনও শত্রু থাকলে তারও সর্বনাশের ইঙ্গিত এই তৃতীয় নয়ন।
ডমরু - যদি স্বপ্নে ডমরু দেখেন তবে জানবেন আপনার জীবনে স্থিরতা আসতে চলেছে। বাড়িতে বিবাহ আদির কথা থাকলে তা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু শিবরাত্রি নয়, তার আগে বা পরেও স্বপ্নে ডমরু দেখা শুভ।
নন্দী - নন্দী ভগবান শিবের অত্যন্ত প্রিয়। যদি স্বপ্নে কেউ নন্দীকে দেখেন তবে বুঝবেন শিব আপনার উপর সন্তুষ্ট। শীঘ্রই কোনও বড় কাজ সম্পূর্ণ হবে।