শিবরাত্রির দিন থেকেই খুলে গেল তারকেশ্বর মন্দিরের গর্ভগৃহ। এবার থেকে প্রতিদিনই ভক্তদের জন্য খোলা থাকবে গর্ভগৃহের দরজা।
অতীতে মন্দির খুললেও করোনা আবহে গর্ভগৃহ ছিল বন্ধ। চোঙের মাধ্যমে শিবের মাথায় জল ঢালতেন ভক্তরা। কিন্তু মঙ্গলবার থেকে ভক্তরা সরাসরি পুজো করতে পারছেন।
শিবচতুর্দশী উপলক্ষে সাধারণের জন্য খুলে দেওয়া হলো মন্দিরের গর্ভগৃহ। এই ব্যাপারে মন্দিরের পূজারী উৎপল চট্টোপাধ্যায় জানান, তিন বছরে এই প্রথম ভক্তরা বাবাকে সরাসরি স্পর্শ করতে পারবেন।
বলা হয়, শিবরাত্রি দিনে যে মহিলারা তারকেশ্বরে বাবার শিবলিঙ্গে জল অভিষেক করেন , তাঁদের মনের সব ইচ্ছা পূরণ হয়ে যায়।
মহামারি করোনা আবহে দুই বছর থেকে বন্ধ থাকা তারকেশ্বরের বিখ্যাত বাবা ভোলেনাথের গর্ভগৃহ খুলে দেবার খুশিতে মাতোয়ারা সাধারণ ভক্তরা।