আগামিকাল মঙ্গলবার পয়লা মার্চ মহাশিবরাত্রি (Shivratri 2022)। ভগবান শিবের (Lord Shiva) আরাধনায় মেতে উঠবেন তাঁর ভক্তরা।
ভোলানাথকে সন্তুষ্ট করতে চলবে পূজার্চ্চনা। দুধ, গঙ্গাজল, ঘি সহ নানাবিধ উপরকরণের মাধ্যমে পুজো করা হবে ভোলানাথের।
তবে এটা কখনও ভেবে দেখেছেন, ষাঁড়কেই মূলত শিবের বাহন হিসেবে ধরা হলেও, তাঁর গলায় সাপ থাকে কেন? আর সেই সাপ কীসেরই বা প্রতীক?
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ভগবান শিব হলেন আদি তথা প্রথম গুরু। তিনিই তন্ত্র সাধনা ও ঈশ্বরকে উপলব্ধি করার পথের সৃষ্টিকর্তা। ভগবান শিবই প্রথম বলেছিলেন যে, কোন পথে চললে ঈশ্বরের কাছে পৌঁছান যায়।
তন্ত্রশাস্ত্রের কুণ্ডলিনী শক্তিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা তাঁর কাছে রয়েছে। আর সেই কারণেই কুণ্ডলিনী শক্তির প্রতীক সাপকে তাঁর গলায় দেখা যায়।
মনে করা হয়, ভোলেনাথ কুণ্ডলিনী শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাই তাঁর গলায় সাপ বিদ্যমান।
আরও পড়ুন - আগামী ৪৮ ঘণ্টায় এই জেলাগুলিতে বৃষ্টি, জানাল হাওয়া অফিস