scorecardresearch
 
Advertisement
ধর্ম

দিনে ৩ বার রং বদলায় এই শিবলিঙ্গ! একবার দর্শনেই খুঁজে পাবেন জীবনসঙ্গী

রাজস্থানের
  • 1/10

রাজস্থানের ধোলপুরে চম্বল নদীর তীরে অবস্থিত প্রাচীন মহাদেব মন্দিরকে নিয়ে অনেক পুরনো বিশ্বাস রয়েছে। ভক্তদের মতে, এই মন্দিরটি প্রায় হাজার বছরের পুরনো।
 

মন্দিরের
  • 2/10

একসময়ে ডাক্তারদের উপদ্রবের জেরে এই মন্দিরের দিকে কম মানুষ আসতেন। কিন্তু বর্তমানে পরিস্থিতি বদলেছে। 

শিবলিঙ্গ
  • 3/10

বলা হয় যে, এই মন্দিরের শিবলিঙ্গ দিনে ৩ বার রং বদলায়। কথিত আছে যে এই শিবলিঙ্গ সকালে লাল, বিকেলে কেশরিয়া এবং রাতে শ্যামলা হয়। (প্রতীকী ছবি)

Advertisement
মন্দির
  • 4/10

এই মন্দিরটি অচলেশ্বর শিব মন্দির নামে পরিচিত। বর্তমানে প্রচুর ভক্ত সমাগম হয় এই মন্দিরে। (প্রতীকী ছবি)

বহুবার
  • 5/10

তবে কেন এই শিবলিঙ্গ দিনে তিনবার রং বদলায় সেই রহস্য আজও সমাধান হয়নি। বহুবার গবেষণা হয়েছে কিন্তু অলৌকিক শিবলিঙ্গের রহস্য এখনও উন্মোচিত হয়নি। (প্রতীকী ছবি)

দেখলেই
  • 6/10

কথিত আছে যে এই রহস্যময় শিবলিঙ্গের এক ঝলক দেখলেই মানুষের সমস্ত মনস্কামনা পূরণ হয় এবং জীবনের সমস্ত ঝামেলা দূর হয়। (প্রতীকী ছবি)

জীবনসঙ্গীর
  • 7/10

মহাদেবের এই মন্দির সম্পর্কে বিশ্বাস করা হয় যে অবিবাহিত ছেলে-মেয়েরা তাঁদের কাঙ্ক্ষিত জীবনসঙ্গীর ইচ্ছা নিয়ে এখানে আসেন এবং শিব তা পূরণ করেন। (প্রতীকী ছবি)

Advertisement
অবিবাহিতরা
  • 8/10

শিবকে জল নিবেদনের জন্য সোমবার এখানে প্রচুর ভিড় জমায়। যদি অবিবাহিতরা ১৬টি সোমবার এখানে জল নিবেদন করেন। তবেই তাঁরা তাঁদের পছন্দসই জীবনসঙ্গী পান।

সাপ
  • 9/10

সেই সঙ্গে বিবাহে আসা বাধাও দূর হয়। ভক্তরা জানান, শিবলিঙ্গের কাছে দশ ফুটের সাপ এসে শিবলিঙ্গের চারপাশে ঘুরে বেড়ায়, কিন্তু কাউকে স্পর্শ করে না।

খনন
  • 10/10

শিবলিঙ্গের খনন কাজ প্রাচীনকালে রাজা-সম্রাটরাও করেছিলেন, কিন্তু শিবলিঙ্গের শেষ না হওয়ায় খনন কাজ বন্ধ হয়ে যায়। (প্রতীকী ছবি)
 

Advertisement