scorecardresearch
 
Advertisement
ধর্ম

মুর্শিদাবাদের গ্রামে ২২ জগদ্ধাত্রীর পুজো! ভোগের আয়োজন তাক লাগিয়ে দেবে

জগদ্ধাত্রী
  • 1/11

মুর্শিদাবাদ জেলার সালার থানার কাগ্রামের প্রধান উৎসব জগদ্ধাত্রী পুজো। এখানকার পুজোর আকর্ষণ সাবেক বনেদিয়ানা ও আভিজাত্য। 

বনেদি
  • 2/11

কাগ্রাম নবাবের জেলা মুর্শিদাবাদের একটি প্রান্তবর্তী একটি প্রাচীন বনেদি গ্রাম। মধ্য রাঢ়ের অতি প্রাচীন এই গ্রামের নামকরণ গ্রাম্যদেবি কঙ্কচন্ডীর নামানুসারে। 

পারিবারিক
  • 3/11

পারিবারিক ও বারোয়ারি মিলিয়ে মোট ২২ টি পুজো হয়। পারিবারিক পুজোগুলি হল দেবাড়ির পুজো, মিস্ত্রিবাড়ির পুজো, মহাশয়বাড়ির পুজো, পালবাড়ির পুজো, সাহাবাড়ির পুজো প্রভৃতি। 

Advertisement
সাহাপাড়া
  • 4/11

সর্বজনীন পুজোগুলির মধ্যে অন্যতম দক্ষিণপাড়া সর্বজনীন, সাহাপাড়া সর্বজনীন, তাঁতিপাড়া সর্বজনীন প্রভৃতি। 

নদীয়ার
  • 5/11

গ্রামের প্রাচীন পুজোগুলির অন্যতম মহাশয়বাড়ির পুজো। শোনা যায়, পরিবারের আদিপুরুষ নদীয়ার রাজা কৃষ্ণচন্দ্রের পুজো দেখে গ্রামে পুজোর প্রচলন করেন। 
 

রায়পাড়ার
  • 6/11

পুরোনো প্রথা মেনে মহিষবলি ও কুমারী পুজো হয়। এই গ্রামের অপর একটি প্রাচীন পুজো রায়পাড়ার পুজো। 

মহিলাদের
  • 7/11

আগে এটি পারিবারিক পুজো হলেও পরে তা সর্বজনীন হয়ে ওঠে। এখানে পুজোর সংকল্প হয় মহিলাদের নামে। 

Advertisement
চাটনি
  • 8/11

সপ্তমীতে ভাত, শাক, মাছ ভাজা, তরকারি, চাটনি নিয়ে ভোগ নিবেদন করা হয়। 

নবমীতে
  • 9/11

অষ্টমীতে খিচুড়ি, পোলাও, ভাজা, তরকারি এবং নবমীতে লুচি, সুজি দেওয়া হয়।

গ্রামে
  • 10/11

পুজো উপলক্ষ্যে গ্রাম আলোকমালায় সেজে ওঠে। কর্মসূত্রে যে যেখানেই থাকুক না কেন গ্রামে ফিরে আসেন। 

পার্শ্ববর্তী
  • 11/11

পুজো দেখতে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি পার্শ্ববর্তী জেলা থেকেও প্রচুর মানুষ আসেন। পুজোর দিনগুলিতে হাজার হাজার মানুষের সমাগম হয়।

Advertisement