scorecardresearch
 
Advertisement
ধর্ম

PHOTOS : ফেলে দেওয়া থার্মোকল দিয়ে লক্ষ্মীর উপকরণ, বিকল্প আয় রানাঘাটের বধূর

ফেলে দেওয়া থার্মোকল দিয়ে লক্ষ্মীর উপকরণ
  • 1/7

বাতিল থার্মোকল-শোলা দিয়ে লক্ষ্মী ঠাকুরের উপকরণ তৈরি করে বিকল্প আয়ের সন্ধান রানাঘাটের (Ranaghat) এক গৃহবধূর। 

ফেলে দেওয়া থার্মোকল দিয়ে লক্ষ্মীর উপকরণ
  • 2/7

ফেলে দেওয়া থার্মকল এবং শোলা দিয়ে লক্ষ্মী পুজোর (Kojagari Lakshmi Puja 2021) বিভিন্ন উপকরণ তৈরি করেছেন নদিয়ার (Nadia) রানাঘাটের গৃহবধূ টকি মালাকার। 

ফেলে দেওয়া থার্মোকল দিয়ে লক্ষ্মীর উপকরণ
  • 3/7

নতুন টিভি ফ্রিজ কেনার সময় বাক্সর ভিতরে যে থার্মোকল বা শোলা থাকে সেগুলি অনেকেই ফেলে দেন। 

Advertisement
ফেলে দেওয়া থার্মোকল দিয়ে লক্ষ্মীর উপকরণ
  • 4/7

জানা গিয়েছে, সেই সমস্ত ফেলে দেওয়া থার্মোকল ও শোলা সংগ্রহ এবং পরিষ্কার করার পর তা দিয়ে লক্ষ্মী ঠাকুরের পুজোর নানান উপকরণ তৈরি করেছেন তিনি। 

ফেলে দেওয়া থার্মোকল দিয়ে লক্ষ্মীর উপকরণ
  • 5/7

ইতিমধ্যেই কদম ফুল, চাঁদ মালা, ঝাড়বাতি সহ আরও নানা উপকরণ তৈরি করে ফেলেছেন ওই গহবধূ। তাতে একদিকে যেমন পরিবেশের আবর্জনা কমছে, অন্যদিকে বিকল্প আয়েরও পথ খুলে গিয়েছে।

ফেলে দেওয়া থার্মোকল দিয়ে লক্ষ্মীর উপকরণ
  • 6/7

তাছার টকি মালাকারের তৈরি উপকরণগুলির দামও কম। ফলে ক্রেতারাও সস্তায় কিনতে পারছেন সেইসব জিনিস। 

ফেলে দেওয়া থার্মোকল দিয়ে লক্ষ্মীর উপকরণ
  • 7/7

এবারই প্রথম নয়, এর আগেও এই ধরনের সামগ্রী বানিয়েছেন তিনি। তবে গতবার কোভিডের কারণে উপকরণ তৈরি ও বিক্রিতে কিছুটা ভাটা পড়েছিল। কিন্তু এবছর লক্ষ্মী ঠাকুরের উপকরন তৈরি করে তাঁর বেশকিছুটা লাভ হয়েছে বলেই জানা যাচ্ছে। 

Advertisement