
৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে শারদীয়া নবরাত্রি (Navaratri 2021)। নবরাত্রিতে দেবীর আরাধনা এবং নয় দিনের উপবাসের গুরুত্ব তাৎপর্যপূর্ণ। এই নয়দিনে বিভিন্ন নিয়ম পালন করতে হয়।

কিন্তু, নবরাত্রি শুরু হওয়ার আগেই বেশ কয়েকটি কাজ সেরে ফেলা দরকার। না হলে আপনি বিপদে পড়তে পারেন।

প্রথমেই যে কাজটি করা দরকার তা হল ঘর পরিষ্কার। ঘরে থাকা ঝুল পরিষ্কার করুন। ঘরের কোথাও নোংরা আবর্জনা থাকলে তা সরিয়ে ফেলুন। চেষ্টা করুন ঘর চকচকে রাখার। মনে করা হয়, ঘর পরিষ্কার রাখলে পবিত্র থাকে।

ঘরের দরজায় স্বস্তিক চিহ্ন আঁকুন। এই চিহ্নকে শুভ বলে মনে করা হয়। পুজো যেখানে করবেন সেখানেও স্বস্তিক আল্পনা দিতে পারেন।

নবরাত্রির জন্য ব্রত রাখেন অনেকেই। ব্রতর জন্য যে সামগ্রীগুলির প্রয়োজন সেগুলিকে আগা থেকে কিনে রাখুন।

কালো রংকে অশুভ বলে মনে করা হয়। তাই এই নয়দিন কালো কাপড় পরবেন না। চেষ্টা করুন, ৯ দিনে ৯ রঙের কাপড় পরার। এতে আপনার মঙ্গল হবে।

নবরাত্রি চলাকালীন চুল কাটাবেন না। একে অশুভ বলে মনে করা হয়।

আর হ্যাঁ, এই কদিন নিরামিষ খান। তাই ফ্রিজে কোনও আমিষ খাবার থাকলে সরিয়ে ফেলুন।