scorecardresearch
 
Advertisement
ধর্ম

Palmistry Prediction : হাতের তালুতে এই বৈশিষ্ট্য আছে? পেতে পারেন দারুণ সরকারি চাকরি

প্রতীকী ছবি
  • 1/5

কিছু মানুষকে দেখা যায় যে তাঁরা তাঁদের জীবনে কঠোর পরিশ্রম করেন, কিন্তু কঠোর পরিশ্রমের পরেও তাঁরা তাঁদের সাফল্যের কাঙ্খিত ফল পান না। হস্তরেখা বিশেষজ্ঞরা বলছেন, যে মানুষের হাতের রেখাগুলি ভাগ্যকে অনেকাংশে প্রভাবিত করে। 

প্রতীকী ছবি
  • 2/5

এছাড়া আঙ্গুলের নিচের প্রসারিত অংশগুলির সূর্য পর্বত ও শনি পর্বত-সহ বেশকিছু নাম রয়েছে। এই অংশগুলি মানুষের চিকিৎসক, সরকারি চাকরিজীবী এবং ফার্মেসিতে উচ্চ পদ অর্জন করার ইঙ্গিতও দেয়। 

প্রতীকী ছবি
  • 3/5

১. যাঁদের হাতের রেখায় গুরু পর্বত উঁচু থাকে, তাদের ভাগ্যও উচ্চে থাকে। এমন ব্যক্তিরা যে কাজেই হাত দেন, সেই কাজই দ্রুত সম্পন্ন হয়। এছাড়া যাঁদের হাতে গুরু পর্বত আছে তাঁরাও সরকারি চাকরিতে খুব ভাল পারফর্ম করে উচ্চ পদ লাভ করেন। সরকারি চাকরির পাশাপাশি চিকিৎসা, শিক্ষা ও ম্যানেজমেন্টেও এই সমস্ত মানুষেরা খুব ভাল পারফর্ম করেন। এক্ষেত্রে বলে রাখা দরকার, হাতের তর্জনীর ঠিক নীচে উত্থিত অংশটিকে গুরু পর্বত বলা হয়।
 

Advertisement
প্রতীকী ছবি
  • 4/5

২. হস্তরেখার বিশেষজ্ঞরা বলছেন যে, শনি পর্বতের অবস্থান আমাদের মধ্যমা আঙুলের ঠিক নীচে। যাঁদের হাতে শনি পর্বত উত্থিত হয়, তাঁরা ঠিকাদার হিসাবে খুব ভাল কাজ করেন। এই ধরনের মানুষেরা চুক্তি সংক্রান্ত চাকরিতেও প্রচুর সাফল্য অর্জন করেন।
 

প্রতীকী ছবি
  • 5/5

৩. হস্তরেখাবিদ্যার বিশেষজ্ঞরা বলছেন যে অনামিকা আঙুলের নীচে উত্থিত অংশটিকে সূর্য পর্বত বলা হয়। যাঁদের হাতের তালুতে সূর্য পর্বত উঁচু হয়ে রয়েছে তাঁরা ওষুধ এবং সেই সংক্রান্ত পেশায় বিশেষ নাম যশ অর্জন করেন। এছাড়া যাঁদের সূর্য পর্বত উঁচু তাঁরা নামজাদা চিকিৎসকও হতে পারেন। 

আরও পড়ুন - যথেচ্ছ ময়দার লুচি-পরোটা খাচ্ছেন? দেহের এই অঙ্গের ড্যামেজ কেউ ঠেকাতে পারবে না

Advertisement