scorecardresearch
 
Advertisement
ধর্ম

Maha Shivaratri 2023 : মহাশিবরাত্রির পুজোয় দিন এই ৫ জিনিস, ভোলেনাথের আশীর্বাদে ধনসম্পদ উপচে পড়বে

Maha Shivaratri 2023
  • 1/6

সামনেই মহাশিবরাত্রি (Maha Shivaratri 2023), ভগবান ভোলেনাথের পুজো। এই বছর মহাশিবরাত্রি উদযাপিত হবে ১৮ ফেব্রুয়ারি (Maha Shivaratri 2023 Date And Time)। এই দিন তাঁর পুজো করলে ভক্তের মনোবাসনা পূরণ করেন তিনি। মহাশিবরাত্রিতে ৫টি বিশেষ জিনিস দিয়ে পুজো করলে আশীর্বাদ মিলতে পারে ভোলেনাথের। আর তিনি খুশি হলে ধন সম্পদে ভরিয়ে দেন ভক্তকে। তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই ৫টি জিনিস কী কী।
 

Maha Shivaratri 2023
  • 2/6

মিষ্টান্ন
ধর্মীয় পণ্ডিতদের মতে, মহাশিবরাত্রিতে ভোলে শঙ্করের পুজো করার সময়, তাঁকে গরুর দুধের সাদা মিষ্টি নিবেদন করতে পারেন। এতে মহাদেব প্রসন্ন হবেন এবং ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করবেন।

Maha Shivaratri 2023
  • 3/6

ঠান্ডা
শিবরাত্রিতে শিবলিঙ্গে ভাং ঠাণ্ডাই নিবেদন করাও শুভ বলে মনে করা হয়। এটি ভগবান শিবের প্রিয় পানীয়। যাঁরা শিবরাত্রিতে ঠাণ্ডাই নিবেদন করেন, তাঁদের ঘর ধন-সম্পদে ভরে যায়।
 

Advertisement
Maha Shivaratri 2023
  • 4/6

মাখন-ক্ষির
মহাশিবরাত্রিতে যদি গরুর দুধের তৈরি মাখন এবং ক্ষির ভগবান শিবকে নিবেদন করেন, তাহলে অবশ্যই আপনি পুণ্য লাভ লাভ করবেন। আর তাতে আপনার থমকে থাকা সমস্ত কাজ সম্পন্ন হবে।
 

Maha Shivaratri 2023
  • 5/6

মালপোয়া
মহাশিবরাত্রিতে পুজোর সময়, মহাদেবকে দেশি ঘি দিয়ে তৈরি মালপোয়া নিবেদন করা সবচেয়ে ভাল বলে মনে করা হয়। কথিত আছে যে মালপোয়া ভগবান শিবের খুব প্রিয়। তাই ভক্ত মালপোয়া নিবেদন করলে ভগবান তাঁর সমস্ত দুঃখ কষ্ট দূর করে দেন। 
 

Maha Shivaratri 2023
  • 6/6

পঞ্চামৃত
জ্যোতিষশাস্ত্র অনুসারে মহাশিবরাত্রির দিন ভোলে শঙ্করকে পঞ্চামৃত এবং ভাঙ দিতে পারেন। দুটিই ভোলেনাথের খুব প্রিয়। এমনটা করলে ভোলেনাথের অপার আশীর্বাদ পাওয়া যায়। 

আরও পড়ুন - ক্যান্সার থেকে হৃদরোগ, গ্যারান্টি-সহ রুখে দেবে পেঁয়াজ, কীভাবে খাবেন?

Advertisement