করোনার জের। এবারও ভক্ত ছাড়াই হবে পুরীর রথযাত্রা। আগামী ১২ জুলাই রথযাত্রা অনুষ্ঠান। তার আগে এই ঘোষণা করল রথযাত্রা কমিটি।
যে সব পূজারীরা রথযাত্রায় অংশ নেবেন, তাঁদের থাকতে হবে করোনার নেগেটিভ রিপোর্ট। জানিয়েছে কর্তৃপক্ষ। নেগেটিভ রিপোর্ট ছাড়া পূজারীরাও রথের রশি টানতে পারবেন না।
স্পেশ্যাল রিলিফ কমিশনারের তরফে জানানো হয়েছে, গত বছর সুপ্রিম কোর্ট রথযাত্রা নিয়ে যে রায় দিয়েছিল। তাই এবারও মেনে চলা হবে। যে সব সেবায়েতের করোনা রিপোর্ট নেগেটিভ থাকবে তাঁরাই অনুষ্ঠানে অংশ নিতে পারবেন।
ওড়িশার স্পেশ্যাল রিলিফ কমিশনার প্রদীপ কে জেনা জানান, রথযাত্রার সময় পুরী জুড়ে কার্ফু জারি থাকবে। গত বছরের মতো এবারেও ভার্চুয়াল মাধ্যমে রথযাত্রার অনুষ্ঠান টেলিকাস্ট করা হবে বলে।
গতবার থেকে পুরীর রথযাত্রায় ভক্তদের আগমন বন্ধ রাখার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। করোনা মহামারির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
রথযাত্রার দিন পুরীর জগন্নাথ মন্দির-সহ দেশের সকল জগন্নাথ মন্দিরে জগন্নাথ, বলরাম, সুভদ্রা ও সুদর্শন চক্র মূর্তি মন্দির বাইরে সর্বসমক্ষে আনা হয়। তারপর তিনটি সুসজ্জিত রথে বসিয়ে দেবতাদের পরিক্রমা করানো হয়।