Advertisement
ধর্ম

Pets For House: কুকুর নাকি বিড়াল? বাড়ির জন্য কোন পোষ্য সবচেয়ে শুভ জানুন

Pets for house
  • 1/12

এখন অনেক বাড়িতেই কুকুর-বিড়াল, পাখি পোষা হয়। 
 

Pets for house
  • 2/12

কিন্তু এই প্রাণীদের সঙ্গে সংসারের মঙ্গল ও অমঙ্গল জড়িয়ে রয়েছে, তা অনেকেরই অজানা। 
 

Pets for house
  • 3/12

বেশ কিছু প্রাণী রয়েছে, যারা সংসারের জন্য গুড লাক আবার কিছু প্রাণী মোটেও শুভ নয়। 
 

Advertisement
Pets for house
  • 4/12

আসুন জেনে নিন কোন প্রাণী পুষলে তা বাড়ির জন্য সৌভাগ্য নিয়ে আসবে। 
 

Pets for house
  • 5/12

কুকুর সবসময় বিশ্বাসী ও বন্ধুত্বপূর্ণ মেজাজের জন্য পরিচাত। আর এই কারণে অনেক বাড়িতেই পোষ্য হিসাবে কুকুরকে রাখা হয়।
 

Pets for house
  • 6/12

বাড়িতে কুকুর পুষলে এবং তার ঠিকমতো যত্ন করলে সেই বাড়ির ওপর ভৈরব দেব ও শনিদেবের সুনজর থাকে। মহাদেবের কৃপায় সেখানে সর্বদা ইতিবাচকতা থাকে। 
 

Pets for house
  • 7/12

ছোট্ট উলের গোলার মতো দেখতে খরগোশ অনেক বাড়িতেই পোষা হয়ে থাকে। খরগোস খুবই দুষ্টু একটি প্রাণী। তবে ভীষণ মিষ্টি। 
 

Advertisement
Pets for house
  • 8/12

যে বাড়িতে খরগোশ থাকে সেখানে সৌভাগ্য ইতিবাচকতার কমতি হয় না।
 

Pets for house
  • 9/12

জ্যোতিষ, বাস্তু ও ফেংশুইতেও কচ্ছপকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যে বাড়িতে কচ্ছপ থাকে, সেখানে নেতিবাচকতা ঘেঁষে না। বাড়িতে সুন্দর পরিবেশ বজায় থাকে। 
 

Pets for house
  • 10/12

হিন্দু ধর্মে অর্থ ও সমৃদ্ধির দেবী বলে মানা হয়ে থাকে মা লক্ষ্মীকে আর এই মা লক্ষ্মীর বাহন পেঁচা। মনে করা হয়, পেঁচা বাড়িতে পুষলে ঘরে সুখ-সমৃদ্ধির অভাব হয় না। 
 

Pets for house
  • 11/12

বাড়িতে বিড়াল রাখাও অত্যন্ত শুভ। বিড়ালকে মা ষষ্ঠীর বাহন মনে করা হয় তাই বিড়াল পোষার ফলে মা ষষ্ঠীর বিশেষ আশীর্বাদ লাভ করা যায়। বিড়াল পোষার ফলে বাড়ির সদস্যদের শরীর-স্বাস্থ্য ভাল থাকে, বিশেষ করে বাড়ির মহিলাদের স্বাস্থ্যের উন্নতি সাধন হয়।
 

Advertisement
Pets for house
  • 12/12

মাছ হল ভগবান বিষ্ণুর অবতার। শাস্ত্রমতে, বাড়িতে মাছ রাখা অত্যন্ত শুভ। এতে বাড়ির পজ়িটিভ শক্তির পরিমাণ বৃদ্ধি পায়।
 

Advertisement