scorecardresearch
 
Advertisement
ধর্ম

Surya Grahan 2021: গ্রহণ শেষ হওয়ার পর এই ৯ কাজে কুপ্রভাব কাটান

গ্রহণ
  • 1/10

বছরের প্রথম সূর্যগ্রহণ (Solar Eclipse 10 June 2021) ১০ জুন দুপুর ১টা বেজে ৪২ মিনিট থেকে সন্ধে ৬টা ৪১ মিনিট পর্যন্ত স্থায়ী হবে এই গ্রহণ কাল। জ্যোতিষে গ্রহণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা হিসাবে ধরা হয়। শাস্ত্রমতে গ্রহণ শেষ হওয়ার পরেও অনেক দিন পর্যন্ত এর কুপ্রভাব থাকে। জেনে নিন কী ভাবে এর প্রভাবমুক্ত হতে পারেন আপনি।

গ্রহণ
  • 2/10

গ্রহণ চলাকালীন ঈশ্বর দর্শনি বর্জিত মনে করা হয়। শুধুমাত্র স্মরণ করা এবং জপ করা যেতে পারে। তবে গ্রহণ শেষ হওয়ার পর ভগবানের দর্শন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়।

গ্রহণ
  • 3/10

গ্রহণ শেষ হওয়ার পর গঙ্গাস্নান বা কোনও তীর্থ স্থানে গিয়ে স্নান করা শুভ। যদি সম্ভব না হয় তবে স্নানের জলে গঙ্গাজল মিশিয়ে স্নান করতে পারেন।

Advertisement
গ্রহণ
  • 4/10

গ্রহণ শেষ হওযার পর কোনও মানুষকে খাদ্য-বস্ত্র দান করা অত্যন্ত শুভ মনে করা হয়। এতে পুণ্য প্রাপ্তি হয়।

গ্রহণ
  • 5/10

গ্রহণ শেষ হওয়ার পর মন্দির পরিষ্কার করুন। খাদ্য বা আনাজপাতিতে যদি কুলসি পাতা দিয়ে থাকেন, তবে তা সরিয়ে দিন।

গ্রহণ
  • 6/10

গ্রহণ কালে নেতিবাচক প্রভাব দূর করতে ঘরে গঙ্গাজল ছেটান। বাড়ির চারদিকে কর্পুরের দীপ এবং ধূপ জ্বালান।

গ্রহণ
  • 7/10

শাস্ত্রমতে গ্রহণ চলাকালীন তৈরি খাবার বা রেখে দেওয়া খাদ্য দূষিত মানা হয়। তাই সে সব ফেলে নতুন করে খাবার বানিয়ে খান।

Advertisement
গ্রহণ
  • 8/10

জ্যোতিষ মতে গ্রহণ শেষ হওয়ার পর তিল এবং ছোলা দান করলে সংকট দূর হয় এবং সফলতার রাস্তায় নতুন সুযোগ তৈরি হয়।

গ্রহণ
  • 9/10

গ্রহণের পর বাড়ির তুলসি গাছ গঙ্গাজলে স্নান করানো শুভ মনে করা হয়।

গ্রহণ
  • 10/10

গ্রহণের সবচেয়ে বেশি প্রভাব গজ্ঞভবতী মহিলাদের উপর পড়ে। তাই গ্রহণ শেষ হওয়ার পর সম্ভব হলে এঁদের স্নান করা উচিত। না হলে গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধ হওয়া উচিত।

Advertisement