scorecardresearch
 
Advertisement
ধর্ম

Surya Grahan 2021: গ্রহণ চলছে! এখন এই কাজগুলি করলে শুভফল নিশ্চিত

গ্রহণ
  • 1/9

১০ জুন বছরের প্রথম সূর্যগ্রহণ (Solar Eclipse 10 June 2021)। ১০ জুন দুপুর ১টা বেজে ৪২ মিনিট থেকে সন্ধে ৬টা ৪১ মিনিট পর্যন্ত স্থায়ী হবে এই এই গ্রহণ কাল। সূর্যগ্রহণ ছাড়াও একই দিনে জৈষ্ঠ্য অমাবশ্যা, শনি জয়ন্তী এবং বট সাবিত্রী-র ব্রত রয়েছে। সে কারণে ধর্মমতে আজকের দিনটি একটু বিশেষ।

গ্রহণ
  • 2/9

এই গ্রহণ আপনার জীবনের সব ক্ষেত্রে প্রভাব বিস্তার করবে। গ্রহণ কালে সূর্যের শুভশক্তি বাধাপ্রাপ্ত হয়। বাস্তু সম্মত ভাবে কিছু কাজ করলে গ্রহণের খারাপ প্রভাব থেকে বাঁচা যেতে পারে। জেনে নিন কী সেই কাজ।

গ্রহণ
  • 3/9

গ্রহণ চলাকালীন বাড়ির মূল দ্বার এবং রান্না ঘরে স্বস্তিক চিহ্ন আঁকুন বা রঙ্গোলি করতে পারেন। যদি একান্তই না তৈরি করতে পারেন তবে রঙ খানিকটা এই দুই জায়গায় রেখে দিন। গ্রহণ শেষ হলে তা বিসর্জন দিন।

Advertisement
গ্রহণ
  • 4/9

গ্রহণ চলাকালীন ঘরের ভিতর একটি কুণ্ডলে যজ্ঞের সমস্ত সামগ্রী একত্র করে রাখুন। গ্রহণের সময় শেষ হলে তা কোনও মন্দিরে দিয়ে আসুন।

গ্রহণ
  • 5/9

সূর্যগ্রহণ চলাকালীন সূর্য থেকে বেশ ক্ষতিকারক রশ্মি নির্গত হয়। তাই খালি চোখে নয়, সব সময় বিশেষ চমশমা রেই গ্রহণ দেখুন।

গ্রহণ
  • 6/9

রান্নাঘরে এবং খাবারে তুলসি পাতা দিয়ে রাখুন। গ্রহণ শেষ হলে তা সরিয়ে ফেলুন।

গ্রহণ
  • 7/9

গ্রহণ চলাকালীন ঘরের পূর্ব দিকে একটি খোলা পাত্রে গম রাখুন। গ্রহণ শেষ হলে তা দান করুন অথবা মন্দিরে দিয়ে আসুন।

Advertisement
গ্রহণ
  • 8/9

গ্রহণের সময় খাওয়া-দাওয়া করা থেকে বিরত থাকা উচিত। গ্রহণ শেষ হলে সন্ধব লবন জলে ঘর পরিষ্কার করুন। স্নানও করতে পারেন।

গ্রহণ
  • 9/9

গ্রহণ চলাকালীন এবং শেষ হওয়ার পর ঘরে কর্পুর এবং গুগ্গুলদের ধূপ জ্বালান।

Advertisement