মানুষের জীবনে বাস্তুর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বাস্তুবিধি ঠিক মতো মেনে না চললে সমস্যা হতে পারে। ভুগতে পারেন মানসিক-শারীরিক সমস্যায়। বাস্তু না মানলে আর্থিক ক্ষতিও হয় বলে মত বাস্তুশাস্ত্রবিদদের
বাস্তুমতে, বাড়ি, অফিস বা দোকানে পুজোর ঘর কোথায় বানানো উচিত সেই সম্পর্কে নির্দিষ্ট নিয়ম রয়েছে। আর সেই নিয়ম না মানলে ঘরে অর্থের দেবী লক্ষ্ণী বিরাজ করেন না। তিনি অসন্তুষ্ট সহন। সেজন্য বাস্তু মেনে ঠাকুর ঘর বানানো উচিত।
শুধু তাই নয়। দেব-দেবীর কী রকম ছবি ঠাকুর ঘরে কোথায়, কীভাবে লাগাবেন তার নিয়ম রয়েছে। বাস্তুবিদ কমল নন্দলালের মতে, আসুন দেখে নিই, কোন কোন দেব-দেবীর বসা ছবি বাড়ি, দোকান বা অফিসে লাগানো একেবারেই উচিত নয়।
বাস্তুমতে, গণেশ, সরস্বতী ও লক্ষ্মীর বসা অবস্থার ছবি ঘরে রাখা উচিত নয়। বাস্তুমতে, এই ছবি লাগালে দেব-দেবীরা রুষ্ট হন। এতে পরিবারের অমঙ্গল হয়।
কোনও ঠাকুরের ছবির ফ্রেম যদি ভেঙে যায় তা হলে তা বাড়ি থেকে সরিয়ে ফেলুন। এতে বাড়িতে ভীষণ ভাবে নেগেটিভ শক্তি বেড়ে যায়।
এছাড়াও ছেঁড়া ছবি ঘরে রাখবেন না। কোনও চটে যাওয়া দেওয়ালের কাছে ঠাকুরের মূর্তি বা ছবি রাখা অনুচিত।