scorecardresearch
 
Advertisement
ধর্ম

Vastu Tips of Peacock Feather: অর্থকষ্ট দূর করে, পড়ুয়াদের মনোযোগী করতেও সক্ষম শুধু একটি ময়ূরের পালক

ময়ূরের পালকের
  • 1/6

ময়ূরের পালকের মধ্যে সমস্ত দেবতা ও নব গ্রহের বাস। প্রতিটি ধর্মেই ময়ূরের পালক শুভ বলে মনে করা হয়। ময়ূরের পালক অনেক দেবতার প্রিয় অলঙ্কার। ভগবান কৃষ্ণ, দেবী সরস্বতী, দেবী লক্ষ্মী, ইন্দ্রদেব, শিবের পুত্র কার্তিক এবং শ্রী গণেশেরও প্রিয় অলংকার। সকলেই কোন না কোন রূপে ময়ূরের পালকের ব্যবহার করেছেন। তাই এই ময়ূরের পালক জীবনের দিক ও অবস্থা পরিবর্তনে সহায়ক বলে মনে করা হয়।
 

আপনি
  • 2/6

আপনি যদি আর্থিক সমস্যার সম্মুখীন হন তবে আপনার অফিসে দক্ষিণ-পূর্ব দিকে ময়ূরের পালক (Peacock Feather) রাখা উচিত। এতে আপনি অনেক উপকৃত হবেন। আপনার কখনই অর্থের অভাব হবে না এবং সহজেই অর্থ কষ্ট থেকে মুক্তি পাবেন।
 

শোওয়ার
  • 3/6

শোওয়ার ঘরের পূর্ব বা দক্ষিণ-পূর্ব দিকে ময়ূরের পালক রাখলে আটকে থাকা সমস্ত পূরণ হয়ে যায়।
 

Advertisement
যেসব শিশু
  • 4/6

যেসব শিশু পড়াশুনায় মনোযোগী হতে পারে না, তারা ময়ূরের পালক ঘরের মাঝখানে বা বইয়ে রাখলে উপকার মিলবে। 
 

ঘরের মূল
  • 5/6

ঘরের মূল দরজায় গণেশের মূর্তির সঙ্গে ময়ূরের পালক রাখলে ঘর থেকে সব ধরনের বাস্তু দোষ দূর হয়। বাড়িতে কোনও ধরনের নেতিবাচক শক্তি থাকে না।
 

ঘরে ময়ূরের
  • 6/6

ঘরে ময়ূরের পালক থাকলে কোনও অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। বাড়িতে ইতিবাচক শক্তি বজায় রাখে।
 

Advertisement