scorecardresearch
 
Advertisement
ধর্ম

Ratha Saptami 2022: চোখে দেখা যায় এই দেবতার জন্মদিন সোমবার, এভাবে পুজো করলেই উন্নতি

সূর্যপুজো
  • 1/8

Ratha Saptami 2022: ৭ ফেব্রুয়ারি, সোমবার রথ সপ্তমী। সুখ, শান্তি ও সুস্বাস্থ্যের জন্য এই দিন সূর্যদেবের পুজো করা হয়। হিন্দু ধর্মে বিশ্বাস, অচলা সপ্তমীতে সূর্যদেব সাত ঘোড়ায় টানা রথে চড়ে উত্তর-পূর্ব দিকে উত্তর গোলার্ধে ঘোরেন। এই দিনটিকে সূর্যদেবের জন্মদিন হিসেবেও উদযাপন করা হয়। এমন দিনে নিয়ম মেনে পুজোপাঠ করলে সুফল পাবেন।

সূর্যপুজো
  • 2/8

রথ সপ্তমীতে সূর্যদেবের আরাধনা করা হয়। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী, মাঘ মাসের শুক্লপক্ষের সপ্তমী তিথিতে রথসপ্তমী বা অচলা সপ্তমী পালন করেন ভক্তরা। হিন্দু বিশ্বাস অনুযায়ী, এই দিনেই উৎপত্তি হয়েছিল সূর্যদেবের। নিজের রশ্মিতে ধরাকে আলোকিত করেছিলেন। হিন্দু পুরাণ সূর্যদেবতাকে খালি চোখে দেখতে পারেন ভক্তরা।     

সূর্যপুজো
  • 3/8

এই ভুলগুলি করবেন না

১. রথ সপ্তমীতে অকারণে মাথা গরম করবেন না। নিজেকে শান্ত রাখুন। 
২. মদ্যপান করবেন না। তামসিক খাবার থেকে দূরে থাকুন।

Advertisement
সূর্যপুজো
  • 4/8

এই ভুলগুলি করবেন না

৩. ব্রহ্মচর্য পালন করুন। 
৪. নুন খাবেন না। 

সূর্যপুজো
  • 5/8

যা করবেন

১. সূর্যোদয়ের আগে উঠে ব্রহ্ম মুহূর্তে স্নান করুন। যদি গঙ্গায় যাওয়া সম্ভব না হয় ঘরের বালতিতে সামান্য গঙ্গাজল ঢেলে এই নিয়ম সারতে পারেন। 

২. সূর্যদেবের পুজো করুন। রথসপ্তমী কথা পাঠ করতে পারেন। 

 

সূর্যপুজো
  • 6/8

যা করবেন

৩. সূর্যদেবের সামনে প্রদীপ জ্বালান। 

সূর্যপুজো
  • 7/8

যা করবেন

৪. সূর্যোদয়ের সময় তামার পাত্রে জল অর্পণ করুন। এতে আপনার কুণ্ডলীতে সূর্যের অবস্থান শক্তিশালী হবে।  

Advertisement
রথসপ্তমীতে সূর্যপুজো
  • 8/8

যা করবেন

৫. বস্ত্র, ভোজন ও পুজো সামগ্রী দান করুন। সৌভাগ্যের অধিকারী হবেন।   

৬. ঘরের দরজার উপরে আমের পাতা সুতোয় বেঁধে ঝোলাতে পারেন। 

Advertisement