হিন্দুদের বারো মাসে তের পার্বণের মধ্যে জন্মাষ্টমী (Janmashtami ) অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উৎসব। শ্রীকৃষ্ণের (Shri Krishna) জন্ম তিথিতে দেশ জুড়ে পালিত জন্মাষ্টমী। বাসুদেব ও দেবকীর অষ্টম সন্তান এবং বিষ্ণুর অষ্টম অবতার কৃষ্ণ, কংসের কারাগৃহে জন্ম হয়। ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ও রোহিণী নক্ষত্রে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। প্রতি বছর এই তিথিতে কৃষ্ণের ছোটবেলার রূপ, ননীগোপালের পুজো করা হয়।
জন্মাষ্টমী ২০২১ -র দিনক্ষণ (Date & Time of Janmashtami 2021)
এই বছর জন্মাষ্টমী পড়েছে ৩০ অগাস্ট, সোমবার। ২৯ অগাস্ট রাত ১১.২৫ মিনিটে অষ্টমী তিথি শুরু হবে এবং শেষ হবে ৩১ অগাস্ট রাত ১.৫৯ মিনিটে।
রোহিণী নক্ষত্র শুরু হবে ৩০ অগাস্ট সকাল ৬.৩৯ মিনিটে এবং থাকবে ৩১ অগাস্ট সকাল ৯.৪৪ মিনিট পর্যন্ত। ৩০ অগাস্ট রাত ১১.৫৯ থেকে ১২.৪৪ মিনিট পুজো করার শুভ তিথি। এই বছর কৃষ্ণের ৫২৪৭ তম জন্মদিন।
জন্মাষ্টমী উপলক্ষে নবদ্বীপ, নদীয়া, মথুরা, বৃন্দাবন সহ দেশের বিভিন্ন স্থানে মহা সমারোহে উৎসব পালন করা হয়। প্রায় একমাস আগে থেকে চলে তাঁর প্রস্তুতি।
জেনে নিন রাশিচক্র অনুযায়ী কোন বিশেষ ভোগ জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণকে উৎসর্গ করলে তিনি সন্তুষ্ট হন এবং মনোবাঞ্ছা পূরণ হবে। জ্যোতিষী প্রীতিকা মজুমদার দিচ্ছেন এই বিশেষ পরামর্শ।
বৃষ / TAURUS রাশিফল Rashifal (April 21 – May 20)
এই রাশির জাতকেরা শ্রীকৃষ্ণকে দুধ, দই ও রসগোল্লা উৎসর্গ করতে পারেন।
মিথুন GEMINI রাশিফল Rashifal (May 21-June 21)
পালং শাক কিংবা ঘাস খাওয়ান গোমাতাকে। শ্রীকৃষ্ণকে নকুলদানা উৎসর্গ করুন।
কর্কট CANCER রাশিফল Rashifal (June 22-July 22)
জন্মাষ্টমীর শুভ তিথিতে ননীগোপালকে মাখন ও মিশ্রি উৎসর্গ করুন।
সিংহ LEO রাশিফল Rashifal (July 23-Aug 23)
সিংহ রাশির জাতকেরা পাঁচ রকমের ফল উৎসর্গ করুন শ্রীকৃষ্ণকে। ফলের মধ্যে বেলও রাখতে পারেন।
কন্যা VIRGO রাশিফল Rashifal (Aug 24-Sep 23)
কন্যা রাশি জন্মাষ্টমীতে, কৃষ্ণকে কেশর দুধ উৎসর্গ করুন।
বৃশ্চিক SCORPIO রাশিফল Rashifal (Oct 24-Nov 22)
নকুলদানা, মাওয়া ও বাসন্তী পোলাও ভোগ উৎসর্গ করুন শ্রীকৃষ্ণকে।
ধনু SAGITTARIUS রাশিফল Rashifal (Nov 23-Dec 21)
জন্মাষ্টমীর দিন আমন্ডের পুডিংয়ে কেশর মিশিয়ে বাসুদেবকে উৎসর্গ করুন।
কুম্ভ AQUARIUS রাশিফল Rashifal (Jan 22-Feb 19)
শ্রীকৃষ্ণের সামনে সুগন্ধী ধূপ জ্বালিয়ে মিষ্টি উৎসর্গ করুন।