Vastu Tips: এই ৪ জিনিস ধার দিলেই জলের মতো খরচ হবে টাকা, ব্যাঙ্ক ব্যালেন্স হবে 0

অনেকেরই ধার নেওয়ার অভ্যাস রয়েছে। তারা নানা জিনিস ধার নেন। তবে মাথায় রাখতে হবে, কিছু জিনিস ধার দিলে আদতে সমস্যায় পড়তে পারেন। অন্যের উপকার করতে গিয়ে নিজের হাতের টাকা শেষ যেতে পারে। আপনি কাঙাল হয়ে যেতে পারেন।

Advertisement
এই ৪ জিনিস ধার দিলেই জলের মতো খরচ হবে টাকা, ব্যাঙ্ক ব্যালেন্স হবে 0 বাস্তু টিপস
হাইলাইটস
  • কিছু জিনিস ধার দিলে আদতে সমস্যায় পড়তে পারেন
  • অন্যের উপকার করতে গিয়ে নিজের হাতের টাকা শেষ যেতে পারে
  • আপনি কাঙাল হয়ে যেতে পারেন

অনেকেরই ধার নেওয়ার অভ্যাস রয়েছে। তারা নানা জিনিস ধার নেন। তবে মাথায় রাখতে হবে, কিছু জিনিস ধার দিলে আদতে সমস্যায় পড়তে পারেন। অন্যের উপকার করতে গিয়ে নিজের হাতের টাকা শেষ যেতে পারে। আপনি কাঙাল হয়ে যেতে পারেন।

বাস্তুশাস্ত্র মতে, কিছু জিনিস ধার দেওয়া একবারেই উচিত নয়। এগুলি ধার দেওয়া অশুভ বলে মনে করা হয়। এই কারণে দেবাতারা রুষ্ঠ হতে পারেন। আপনার হাতে থাকা টাকাপয়সা চলে যেতে পারে। ব্যাঙ্ক ব্যালেন্স হতে পারে ০।

তাই আর সময় নষ্ট না করে সেই সব জিনিস সম্পর্কে জেনে নিন।

ঘড়ি দিলেই বিপদ

অনেকেই নিজের হাতঘড়ি অন্যকে পরতে দেন। আর এই ভুলটা করেন বলেই বিপদ বাড়ে। তাদের খারাপ সময় শুরু হয়ে যায়। তাই এই ভুল একবারেই করা যাবে না। কোনও মতেই নিজের ঘড়ি অন্যকে ধার দেবেন না। আশা করছি, এই ভুলটা শুধরে নিলেই হাতে থাকবে টাকা। আপনার পিছু নিতে পারবে না কোনও বিপদ।

রুমাল দেওয়া-নেওয়া চলবে না

মাথায় রাখবেন, রুমাল একান্তই আপন জিনিস। আর কোনওমতেই তা অন্যদের ধার দেবেন না। এমনকী কারও থেকে এই জিনিসগুলি ধার নেওয়াও চলবে না। তাতে আপনাদের মধ্যে বৈরতা তৈরি হতে পারে। সম্পর্ক খারাপ হতে পারে। পাশাপাশি হাত থেকে জলের মতো খরচ হতে পারে টাকা। তাই সাবধান হন। 

সন্ধেবেলায় এই জিনিসগুলি নয়

বাস্তুমতে সন্ধেবেলায় কিছু কাজ করা উচিত নয়। সেক্ষেত্রে এই সময় ঘর থেকে কোনও সাদা রঙের জিনিস অন্যকে দেওয়া চলবে না। যেমন ধরুন দুধ, দই, নুন ও মিষ্টি দেবেন না। এই ধরনের জিনিস সন্ধেবেলায় অন্যকে দেওয়া ক্ষতিকর হতে পারে। হাত থেকে চলে যেতে পারে টাকা। 

পাশাপাশি সন্ধেতে কারও কাছ থেকে টাকা ধার নেবেন না এবং দেবেনও না। তাহলেই ব্যাঙ্ক ব্যালেন্স ঠিক ঠাক থাকবে।

Advertisement

ঝাড়ু দেবেন না

অনেকেই নিজের বাড়ির ঝাড়ু অন্যকে ধার দেন। আর এই ভুলটা করেন বলেই তাদের ভাগ্যও খারাপ দিকে মোড় নেয়। তাই ভুলেও এই কাজটা করা চলবে না। কোনওভাবেই ঝাড়ু ধার দেবেন না। এমনকী ধার নেওয়াও চলবে না। ব্যাস, তাহলেই দেখবেন আপনার হাতে টাকা থাকবে। কোনও বিপদও আপনার পিছু নিতে পারবে না।

POST A COMMENT
Advertisement