scorecardresearch
 

Astro Tips- Hair Cut: সপ্তাহের কোন দিন চুল কাটা সবচেয়ে শুভ বা অশুভ? হঠাৎ টাকা, বড় সাফল্য আসবে

Astro Tips- Hair Cut: সাধারণত ছুটির দিনে বা সন্ধ্যায় অবসর সময় পেলে নখ ও চুল কেটে ফেলেন অনেকে। না জেনে- বুঝে এই কাজ করার ফলে আর্থিক ক্ষতি সহ জীবনে অনেক সমস্যার সৃষ্টি হয়।

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি

Best Day to Cut Hair and Nails: হিন্দু ধর্মে সুখী ও সমৃদ্ধ জীবনযাপনের জন্য কিছু নিয়ম মেনে চলার পরামর্শ দেওয়া হয়। এর মধ্যে নখ এবং চুল কাটার সঠিক সময় এবং দিনও অন্তর্ভুক্ত রয়েছে। সাধারণত ছুটির দিনে বা সন্ধ্যায় অবসর সময় পেলে নখ ও চুল কেটে ফেলেন অনেকে।

না জেনে- বুঝে এই কাজ করার ফলে আর্থিক ক্ষতি সহ জীবনে অনেক সমস্যার সৃষ্টি হয়। অন্যদিকে, সঠিক দিনে চুল কাটা অর্থ এবং অগ্রগতি দেয়।

চুল কাটার জন্য কোন দিনটি শুভ?

* সোমবার (Monday) 

সোমবার চুল কাটা ভাল নয়। সোমবার চুল কাটলে জীবনে সমস্যা নিয়ে আসে, মানসিক দুর্বলতার সম্মুখীন হতে হয়।

* মঙ্গলবার (Tuesday) 

মঙ্গলবার চুল কাটলে আয়ু কমে। এছাড়াও অকালমৃত্যুর আশঙ্কা রয়েছে।

* বুধবার (Wednesday) 

বুধবার নখ ও চুল কাটার জন্য খুবই শুভ। বুধবার চুল কাটলে জীবনে সম্পদ বাড়ে, কর্মজীবনে উন্নতি হয়।

* বৃহস্পতিবার (Thursday)

বৃহস্পতিবার চুল কাটবেন না। বিশেষ করে মহিলাদের ভুলবশত এই দিনে চুল ও নখ কাটা উচিত নয়। এতে পরিবারে সংকট দেখা দিতে পারে। টাকা ও সম্মান কমে যায়। সৌভাগ্য দুর্ভাগ্যে পরিণত হয়।

* শুক্রবার (Friday) 

শুক্রবার চুল কাটা এবং নখ কাটার জন্য সবচেয়ে শুভ দিন। শুক্রবার চুল কাটা ধন- সমৃদ্ধি, সৌন্দর্য বৃদ্ধি করে।

* শনিবার (Friday)

শনিবার চুল কাটা খুবই অশুভ। এতে শনিদেব ক্রুদ্ধ হোন। জীবনে অনেক সমস্যা আসে। অকাল মৃত্যু, দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে।

* রবিবার (Sunday)

Advertisement

রবিবার চুল কাটলে ধন, বুদ্ধি এবং ধর্ম নষ্ট হয়।

(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)

 

Advertisement