Shani Sade Sati Effect: আরও ৫ বছর শনির রোষ সহ্য করতে হবে, ২০৩০ সাল পর্যন্ত কাদের চলবে সাড়ে সাতি?

Shani Sade Sati Effect: শনিদেবকে কর্মফলদাতা হিসাবে মনে করা হয়। ভাল কাজ করলে শনিদেব যেমন ইতিহাচক ফল দেন, সেরকমই খারাপ কাজ করলে শনির ক্রোধ থেকে কেউই বাঁচতে পারেন না। একবার শনির ক্রুর দৃষ্টি পড়লে সেই জাতকের জীবনে সমস্যা শেষ হবে না।

Advertisement
আরও ৫ বছর শনির রোষ সহ্য করতে হবে, ২০৩০ সাল পর্যন্ত কাদের চলবে সাড়ে সাতি?শনিদেবের সাড়ে সাতি চলবে ২০৩০ সাল পর্যন্ত
হাইলাইটস
  • শনিদেবকে কর্মফলদাতা হিসাবে মনে করা হয়।

শনিদেবকে কর্মফলদাতা হিসাবে মনে করা হয়। ভাল কাজ করলে শনিদেব যেমন ইতিহাচক ফল দেন, সেরকমই খারাপ কাজ করলে শনির ক্রোধ থেকে কেউই বাঁচতে পারেন না। একবার শনির ক্রুর দৃষ্টি পড়লে সেই জাতকের জীবনে সমস্যা শেষ হবে না। এরই সঙ্গে শনির সাড়ে সাতি ও ঢাইয়ার কবলে সব রাশির জাতকদেরই কোনও না কোনও সময় পড়তে হয়। আসুন দেখে নিই শনির সাড়েসাতি ও ঢাইয়ায় ২০৩০ সাল পর্যন্ত কাদের জীবন দুর্বিষহ হবে। 

বর্তমানে মেষ, কুম্ভ ও মীন রাশিতে সাড়ে সাতি চলছে। মেষ রাশিতে সাড়ে সাতির প্রথম চরণ চলছে। মীন রাশিতে দ্বিতীয় চরণ ও কুম্ভ রাশিতে সাড়ে সাতির তৃতীয় চরণ চলছে। ২০৩০ সাল পর্যন্ত কাদের সাড়ে সাতি চলবে, আসুন জেনে নেওয়া যাক। 

শনির গোচর ২০২৫
বর্তমান সময়ে শনিদেব মীন রাশিতে বিরাজ করছে। এই রাশিতে শনিদেব আড়াই বছর পর্যন্ত থাকবেন। এরপর শনি রাশি বদল করবে। শনিদেব মীন রাশি থেকে বেড়িয়ে মেষ রাশিতে গোচর করবে। অপরদিকে, ২০২৭ সালে শনিদেব দুবার নিজের চাল বদল করবে। এরপর ২০২৮ সালে শনিদেব মেষ রাশিতে দ্বিতীয়বার গোচর করবে। এরপর ২০২৯ সালে শনিদেব আবার দুবার রাশি পরিবর্তন করবে। 

সাড়ে সাতি (Shani Sade Sati Effect 2030)

মেষ রাশির জাতকদের ওপর সাড়ে সাতির প্রথম চরণ চলবে। মেষ রাশির জাতকদের ৩১ মে, ২০৩২ সালে সাড়ে সাতি থেকে মুক্তি হবে। 

বৃষ রাশির জাতকদের ওপর সাড়ে সাতির প্রথম চরণ শুরু হবে ২০২৭ সালের ৩ জুন। এই রাশির জাতকেরা ২০৩৪ সালের ১৩ জুলাই এর থেকেরেহাই পাবেন। সব মিলিয়ে ২০৩০ সাল পর্যন্ত ৪ রাশির সাড়ে সাতি চলবে। 

কুম্ভ রাশির জাতকদের ওপর সাড়ে সাতির তৃতীয় চরণ চলছে। ২০২৭ সালের ৩ জুন এই রাশি স্বস্তি পাবে সাড়ে সাতি থেকে। যদিও শনির চাল বদলানোর ফলে এই রাশির ওপর সাড়ে সাতির প্রভাব কিছুটা বাড়তে পারে। 

Advertisement

মীন রাশির জাতকদের ওপর সাড়ে সাতির দ্বিতীয় চরণ চলছে। এই রাশির জাতকেরা ২০২৯ সালের ৮ অগাস্ট সাড়ে সাতি থেকে মুক্তি পাবেন। 

সাড়ে সাতি থেকে মুক্তির উপায় (Shani Sade Sati Upay)

শনিদেবকে প্রসন্ন করার জন্য সোমবার ও শনিবার ভগবান শিবের পুজো করুন। এরই সঙ্গে পুজোর সময় গঙ্গাজলে কালো তিল মিশিয়ে ভগবান শিবের অভিষেক করুন। এরই সঙ্গে শনিবার কালো রঙের জিনিস দান করুন, এতে বড়বাবা সন্তুষ্ট হবেন। 

POST A COMMENT
Advertisement