Bada Mangal 2021:আজ শেষ বড় মঙ্গল, জানেন এদিন হনুমানজির পুজো করলে কি হয় ?

মঙ্গলবার ভগবান হনুমানের উদ্দেশ্যে উৎসর্গীকৃত, তবে জ্যেষ্ঠ মাসে পালিত হওয়া বড় মঙ্গল প্রতিটি ভক্তের জন্য বিশেষ। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুসারে, শ্রী রামের সাথে হনুমানজির প্রথম সাক্ষাৎ হয়েছিল জ্যেষ্ঠ মাসের মঙ্গলবার। তাই এই দিনটি বড় মঙ্গল হিসাবে পালিত হয়।

Advertisement
আজ শেষ বড় মঙ্গল, জানেন এদিন হনুমানজির পুজো করলে  কি হয় ?জ্যোষ্ঠ মাসের শেষ বড় মঙ্গল আজ
হাইলাইটস
  • জ্যোষ্ঠ মাসের শেষ বড় মঙ্গল আজ
  • ভগবান হনুমানের বিশেষ পুজো হয় এদিন
  • জানুন মঙ্গল দোষ কাটানোর উপায়

মঙ্গলবার ভগবান হনুমানের উদ্দেশ্যে উৎসর্গীকৃত, তবে জ্যেষ্ঠ মাসে পালিত হওয়া  বড় মঙ্গল প্রতিটি ভক্তের জন্য বিশেষ। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুসারে, শ্রী রামের সাথে হনুমানজির প্রথম সাক্ষাৎ হয়েছিল  জ্যেষ্ঠ মাসের মঙ্গলবার। তাই এই দিনটি বড় মঙ্গল হিসাবে পালিত হয়। আজ জ্যেষ্ঠ মাসের চতুর্থ এবং শেষ বড় মঙ্গল। বিশ্বাস করা হয় যে এই দিনে হনুমান তাঁর ভক্তদের প্রতিটি ইচ্ছা পূর্ণ করেন।

এই ভাবে পুজা পদ্ধতিতে সন্তুষ্ট হন বজরঙ্গবালী
 বড় মঙ্গলে হনুমানের পূজোর বিশেষ তাৎপর্য রয়েছে। এদিন হনুমানজির সামনে ঘি প্রদীপ জ্বালান এবং তাঁকে গোলাপের মালা অর্পণ করতে হয়। আজকের দিনে বজরং বান পাঠ করলে হনুমানজির আশীর্বাদ পাওয়া যায়। এই দিনে বজরংবলির সাথে ১০৮ বার শ্রী শ্রী রামের নাম নিলে হনুমানজি সন্তুষ্ট হন এবং ভক্তদের সমস্ত ধরণের ঝামেলা থেকে দূরে রাখেন। বড় মঙ্গল দিবসে একটি অশ্বত্থ গাছের নীচে সরষের তেলের প্রদীপ জ্বালানো শুভ বলে বিবেচিত হয়।

বড় মঙ্গলে দূর করুন মঙ্গল দোষ
 মঙ্গলে সম্পর্কিত দোষ সহজেই বড় মঙ্গলের দিনে  নির্মূল করা যায়। এই দিনে হনুমানজির সামনে জুঁইয়ের তেলের প্রদীপ জ্বালালে মঙ্গল দোষ দূর হয়। বড় মঙ্গলবার হনুমান চালিশার জপ ও সুন্দরকন্দ পাঠ করাও বিশেষ ফল দায়। হনুমানজিকে চোলায় নৈবেদ্য দিলে শুভ ফল মেলে। আর মনে রাখতে হবে হনুমান ভক্তদের মঙ্গলবার নুন খাওয়া উচিত নয়।

 

POST A COMMENT
Advertisement