Bhaifota Exact Time: মাত্র ২ ঘণ্টা সময় পাবেন ভাইকে ফোঁটা দেওয়ার, জানুন ভাইফোঁটার শুভ সময়

Bhaifota Exact Time: আর দুদিন পরেই শুরু হয়ে যাবে দীপাবলির উৎসব। ধনতেরস থেকেই শুরু হয়ে যায় এই দীপাবলি উৎসব। যা শেষ হয় বাঙালিদের বিশেষ উৎসব ভাইফোঁটা দিয়ে। যদিও এই ভাইফোঁটা গোটা দেশেই পালন হয়ে থাকে। ভাইফোঁটা মূলতঃ ভাই-বোনেদের উৎসব।

Advertisement
মাত্র ২ ঘণ্টা সময় পাবেন ভাইকে ফোঁটা দেওয়ার, জানুন ভাইফোঁটার শুভ সময়ভাইফোঁটার শুভ সময় জানুন
হাইলাইটস
  • আর দুদিন পরেই শুরু হয়ে যাবে দীপাবলির উৎসব।

আর দুদিন পরেই শুরু হয়ে যাবে দীপাবলির উৎসব। ধনতেরস থেকেই শুরু হয়ে যায় এই দীপাবলি উৎসব। যা শেষ হয় বাঙালিদের বিশেষ উৎসব ভাইফোঁটা দিয়ে। যদিও এই ভাইফোঁটা গোটা দেশেই পালন হয়ে থাকে। ভাইফোঁটা মূলতঃ ভাই-বোনেদের উৎসব। এদিন ভাইদের মঙ্গলের জন্যে সকাল থেকে উপোস রেখে তিথি অনুযায়ী, ধান-দুব্বা দিয়ে ভাইফোঁটার মন্ত্রোচ্চারণের মাধ্যমে ভাইফোঁটা সম্পন্ন করেন বোন বা দিদিরা। ভাই বোনদের মঙ্গল কামনায় বাঙালি বাড়ির ঘরে-ঘরে সকলে এই উৎসবে সামিল হন। 

কবে পড়েছে ভাইফোঁটা
সাধারণত আশ্বিন বা কার্তিক মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথিতে ভাইফোঁটা অনুষ্ঠান পালিত হয়। অনেকের বাড়িতে প্রতিপদেও ভাইফোঁটা পালন করা হয়। যদিও দ্বিতীয়াতেই এই ফোঁটা দেওয়ার রীতি বেশি৷ ভাইয়ের দীর্ঘায়ুর আশায় এই অনুষ্ঠান হয়। শঙ্খের আওয়াজে ভরে ওঠে বাঙালি পাড়া, আবাসন। এই বছর ভাইফোঁটা শুরু হয়েছে ৩ নভেম্বর, ২০২৪৷ দিনটি রবিবার হওয়ায় খুশির আমেজ অনেক বাড়িতেই। ওইদিন প্রদীপের আলোয় মিষ্টি খাওয়ার খুনশুটিতে বাঙালি বাড়িতে এক অন্য আমেজ।

ভাইফোঁটার সময়
এই বছর ভাইফোঁটার সময় কিন্তু খুব কম। মাত্র ২ ঘণ্টা ১১ মিনিট। ৩ নভেম্বর ২০২৪ সালে দুপুর ১:১০ মিনিট থেকে দুপুর ৩:২২ মিনিট পর্যন্ত ফোঁটা দেওয়ার শুভ মুহূর্ত।
 

ভাইফোঁটার মন্ত্র
'ভাইয়ের কপালে দিলাম ফোঁয়া, যমের দুয়ারে পড়ল কাঁটা। যমুনা

POST A COMMENT
Advertisement