Chanakya Niti: এই ৪ জায়গায় ভুলেও থাকবেন না, দুর্বিষহ হয়ে উঠবে জীবন

 চাণক্য লিখেছেন, আগে-পিছে না ভেবে যে কোনও জায়গায় থাকা উচিত নয়। এতে নানা প্রতিকূলতার মুখে পড়তে হয়। 

Advertisement
এই ৪ জায়গায় ভুলেও থাকবেন না, দুর্বিষহ হয়ে উঠবে জীবন  চাণক্যনীতি।
হাইলাইটস
  •  চাণক্য লিখেছেন, আগে-পিছে না ভেবে যে কোনও জায়গায় থাকা উচিত নয়।
  • এতে নানা প্রতিকূলতার মুখে পড়তে হয়। 

জীবনের বিভিন্ন দিক যেমন সম্পর্ক, বন্ধুত্ব, ব্যক্তিগত পরিসর, চাকরি, ব্যবসা, শত্রু ইত্যাদি সম্পর্কে নিজের ভাবনাচিন্তা প্রতিফলিত করেছেন চাণক্য। যা চাণক্যনীতি নামে খ্যাত। চাণক্য বলেছেন, মনুষ্য জীবনে সার্থক করে তোলা দরকার। মানুষের উন্নতি নির্ভর করে সে কখন কী সিদ্ধান্ত নিচ্ছে তাঁর উপর। চাণক্য লিখেছেন, আগে-পিছে না ভেবে যে কোনও জায়গায় থাকা উচিত নয়। এতে নানা প্রতিকূলতার মুখে পড়তে হয়। চাণক্য নীতিতে কোথায় থাকা উচিত আর কোথায় নয় সে সম্পর্কে বলা হয়েছে। যে স্থান প্রতিকূলতায় ভরা তা পরিত্যাগ করা উচিত বলে মনে করেন চাণক্য। এমন ৪ জায়গার উল্লেখ করেছেন তিনি যেখান থেকে সরে যাওয়া দরকার। 

যস্মিন্ দেশ ন সম্মানো ন বৃত্তি চ বান্ধবঃ।
ন চ বিদ্যাগমোপ্যস্তি বাসস্তত্র ন কারয়েত।।

মান-সম্মান- চাণক্য নীতি অনুসারে এমন জায়গায় কখনও থাকা উচিত নয় যেখানে কোনও ব্যক্তি মান-সম্মান পান না। যেখানে ব্যক্তির সম্মান নেই, সেই জায়গা বসবাসের উপযুক্ত হতে পারে না। এতে ওই ব্যক্তির ভাবমূর্তি নষ্ট হয়।

সম্পর্ক- এমন জায়গায় কখনও থাকবেন না যেখানে কোনও আত্মীয় বা বন্ধুর আপনার আশেপাশেই নেই। কারণ দরকারে শুধু আত্মীয় বা বন্ধুই পাশে দাঁড়ায়।

শিক্ষা- চাণক্যের মতে, যেখানে শিক্ষাকে গুরুত্ব দেওয়া হয় না, শিক্ষালাভের অভাব রয়েছে, সেখানে থাকা অর্থহীন। কারণ জ্ঞান ছাড়া জীবন অসম্পূর্ণ। এমন জায়গায় শিশুদের জীবনও ক্ষতিগ্রস্ত হয়।

শেখার সুযোগ- সময় যত এগোয় মানুষ শিখতে থাকে। অভিজ্ঞতা থেকে বুদ্ধি বাড়ে। মানুষ ম্যাচিওর হয়ে ওঠে। কিন্তু যে জায়গায় শেখার জন্য কিছুই নেই, সেই জায়গা ছেড়ে দেওয়া উচিত। কারণ যেখানে শেখার কিছু নেই সেখানে থাকলে অচিরেই বুদ্ধি লোপ পায়। মানুষের ভাবনার শক্তি হারায়। 

আরও পড়ুন-শ্রাবণে রাশি অনুযায়ী এভাবে করুন শিব পুজো, দূর হবে বাধা 

 

Advertisement

POST A COMMENT
Advertisement