Sawan Puja Rules: শ্রাবণে রাশি অনুযায়ী এভাবে করুন শিব পুজো, দূর হবে বাধা

Sawan Puja Niyam: রাশি অনুযায়ী শিব পুজো করলে দূর হয় বিবাহের বাধা। মেলে মনের মতো স্বামী বা স্ত্রী। জানুন কী উপায়ে পুজো করবেন-  

Advertisement
শ্রাবণে রাশি অনুযায়ী এভাবে করুন শিব পুজো, দূর হবে বাধাশ্রাবণে শিবপুজো
হাইলাইটস
  • রাশি অনুযায়ী শিব পুজো করলে দূর হয় বিবাহের বাধা।
  • মেলে মনের মতো স্বামী বা স্ত্রী।
  • জানুন কী উপায়ে পুজো করবেন-  

চলছে শ্রাবণ মাস। শ্রাবণ ভোলেবাবার মাস হিসেবেও খ্যাত। এ মাসে বাবার ভক্তরা বাঁক কাঁধে নিয়ে শিবলিঙ্গে জল ঢালেন। নিরামিষ আহার করেন। প্রতি সোমবার উপবাস করে পুজো দেন। শ্রাবণের সোমবারে উপবাস করে রুদ্রাভিষেক করলে খুশি হন মহাদেব। ভক্তদের বিশ্বাস, শ্রাবণের সোমবার করলে কাঙ্ক্ষিত ফল দেন। শ্রাবণের   শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয় হরিয়ালি তিজ। হরিয়ালি তিজে শিব ও মা পার্বতীর পুজো করলে কাঙ্খিত বর পান মহিলারা। 

রাশি অনুযায়ী শিব পুজো করলে দূর হয় বিবাহের বাধা। মেলে মনের মতো স্বামী বা স্ত্রী। জানুন কী উপায়ে পুজো করবেন-  

মেষ - শিবকে রেশম বস্ত্র অর্পণ করুন। নিবেদন করুন পঞ্চামৃত

বৃষ-শিব ও পার্বতীকে গোলাপ ফুল অর্পণ করুন। সেই সঙ্গে শিবকে দিন সুগন্ধী। 

মিথুন- শ্রাবণ সোমবারে পার্বতীকে হলুদ এবং শিবকে সাদা চন্দন দিয়ে পুজো করুন মিথুন রাশির জাতক-জাতিকারা। পুজোর সময় পরুন সবুজ পোশাক। 

কর্কট- শিবকে ভাল করে শৃঙ্গার বা সাজান। জপ করুন- ওঁ নমঃ শিবায়।

সিংহ- শিব-পার্বতীকে হলুদ ফুলের মালা অর্পণ করুন। পাঠ করুন রুদ্রাষ্টক।

কন্যা- পাতা নিবেদন করুন। এবং মেহেন্দি লাগান।

তুলা- শিবকে পঞ্চামৃত অর্পণ করুন।  অর্পণ করুন শৃঙ্গারের সামগ্রী।

বৃশ্চিক- শিবকে দূর্বা নিবেদন করুন। পুজোর সময় পরুন হলুদ পোশাক।

ধনু- একসঙ্গে শিব-পার্বতীকে সুগন্ধি ফুল নিবেদন করুন। পুজো দিন লাল কাপড় পরে।

মকর- শিবের মন্দিরে ঘি দিয়ে প্রদীপ জ্বালান। শিবলিঙ্গে সাদা চন্দন নিবেদন করুন। 

কুম্ভ- শিবকে সাদা ফুল অর্পণ করুন। গোলাপি পোশাক পরে পুজো করুন। 

মীন রাশি- শিব ও পার্বতীকে হলুদ বস্ত্র অর্পণ করুন। নিবেদন করুন শৃঙ্গার সামগ্রী। 

আরও পড়ুন- ঘরে কোথায় স্বস্তিক চিহ্ন আঁকলে দূরে থাকবে অশুভ শক্তি?

Advertisement

POST A COMMENT
Advertisement