Chandra Grahan All Information: সামনেই বছরের দ্বিতীয় গ্রহণ! জানুন আগামী চন্দ্রগ্রহণের ১০ গুরুত্বপূর্ণ তথ্য

First Chandra Grahan 2023: সূর্যগ্রহণের পর এবার বছরের প্রথম চন্দ্রগ্রহণ দেখা যাবে বৈশাখ মাসের পূর্ণিমায়। এই চন্দ্রগ্রহণ তুলা রাশি এবং স্বাতী নক্ষত্রে ঘটবে।

Advertisement
সামনেই বছরের দ্বিতীয় গ্রহণ! জানুন আগামী চন্দ্রগ্রহণের ১০ গুরুত্বপূর্ণ তথ্যসামনেই বছরের প্রথম চন্দ্রগ্রহণ

Chandra Grahan 2023- May Timings In India: ২০২৩ সালের প্রথম চন্দ্রগ্রহণ (First Chandra Grahan) সামনেই। সূর্যগ্রহণের পর এবার বছরের প্রথম চন্দ্রগ্রহণ দেখা যাবে বৈশাখ মাসের পূর্ণিমায়। এই চন্দ্রগ্রহণ তুলা রাশি এবং স্বাতী নক্ষত্রে ঘটবে। জানুন আগামী চন্দ্রগ্রহণের ১০ গুরুত্বপূর্ণ তথ্য। 

* চন্দ্রগ্রহণ কী? (What is Lunar Eclipse?)

যখন সূর্য ও  চাঁদের মাঝখানে পৃথিবীর অবস্থান করে এবং যখন চাঁদ পৃথিবীর ছায়া থেকে বের হয় তখন চন্দ্রগ্রহণ হয়। 

* চন্দ্রগ্রহণে সূতক সময়ের গুরুত্ব (Chandra Grahan Sutak Kaal Importance)

পৌরাণিক বিশ্বাস অনুসারে, পৃথিবী অন্যান্য মহাকাশীয় বস্তুর গতি দ্বারা প্রভাবিত হয় এবং এই পরিবর্তন আমাদের গ্রহের জীবনকে একাধিক উপায়ে প্রভাবিত করে। তাই, গ্রহণের নেতিবাচক প্রভাব এড়াতে লোকেরা সূতক নিয়ম মেনে চলে যা, তাদের গ্রহণের সময় যে কোনও অপ্রীতিকর ঘটনা থেকে রক্ষা করতে পারে।

* কবে- কখন দেখা যাবে চন্দ্রগ্রহণ? (Lunar Eclipse Date- Time) 

ভারতীয় সময় অনুযায়ী ৫ মে রাত ৮.৪৪ মিনিট থেকে মধ্যরাত ১.০২ মিনিট পর্যন্ত চন্দ্রগ্রহণ হতে চলেছে। এই চন্দ্রগ্রহণের সময়কাল হবে প্রায় ৪ ঘণ্টা ১৫ মিনিট।

* কোথায় দেখা যাবে চন্দ্রগ্রহণ? (Which Country Will Witness Lunar Eclipse?) 

বছরের প্রথম চন্দ্রগ্রহণ ভারতে দেখা যাবে না। ইউরোপ, মধ্য এশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা, আটলান্টিক, ভারত মহাসাগর এবং অ্যান্টার্কটিকার মতো জায়গায় এই চন্দ্রগ্রহণ দেখা যাবে।

* চন্দ্রগ্রহণের সূতককাল (Chandra Grahan- Sutak Kaal) 

সূর্যগ্রহণের কয়েক ঘণ্টা আগে সূতক কাল শুরু হয়। হিন্দু ধর্মে সূতক কালকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সূতক কালে উপাসনা এবং শুভকাজ করতে না করেন জ্যোতিষীরা। যেহেতু ভারতে, ৫ মে চন্দ্রগ্রহণ দেখা যাবে না। তাই এই দেশে সুতক  কালও দেখা যাবে না।

* উপছায়া চন্দ্রগ্রহণ (Penumbral Lunar Eclipse) 

এই বছরের দ্বিতীয় গ্রহণ এবং প্রথম চন্দ্রগ্রহণ আসলে উপছায়া চন্দ্রগ্রহণ। 

Advertisement

* উপছায়া চন্দ্রগ্রহণ চন্দ্রগ্রহণ কী? (What is Penumbral Lunar Eclipse)

 প্রতিটি চন্দ্রগ্রহণ শুরু হওয়ার আগে, চাঁদ পৃথিবীর ছায়ায় প্রবেশ করে, যাকে পেনাম্ব্রা বলা হয়। প্রায়শই চাঁদ পৃথিবীর ছায়ায় প্রবেশ করে এবং সেখান থেকে বেরিয়ে আসে এবং এর রূপটি অস্পষ্ট দেখাতে শুরু করে। একে বলা হয় উপছায়া চন্দ্রগ্রহণ। এই চন্দ্রগ্রহণকে ধর্মীয় গুরুত্ব দেওয়া হয়নি, তাই সূতক কালও বৈধ নয়।

* কোন রাশির জন্য শুভ ও অশুভ? (Lunar Eclipse Effects on Zodiac Signs)

গত ২০ এপ্রিল, সূর্যগ্রহণ হয়েছিল মেষ রাশিতে এবং সূর্যের সপ্তম দৃষ্টি তুলা রাশিতে পড়ছিল। এবার তুলা রাশিতে চন্দ্রগ্রহণ হবে এবং এখানে চন্দ্র-কেতু সংযোগও তৈরি হচ্ছে। এক্ষেত্রে চন্দ্রের প্রথম দৃষ্টি মেষ রাশিতে পড়বে। তাই এই চন্দ্রগ্রহণের সময় মেষ ও তুলা রাশির জাতকদের বিশেষ যত্ন নিতে হবে। এর পাশাপাশি স্বাতী নক্ষত্রে জন্মগ্রহণকারী ব্যক্তিদেরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

* ২০২৩ সালের দ্বিতীয় চন্দ্রগ্রহণ কবে হবে? (Second Lunar Eclipse Date)

২৮- ২৯ অক্টোবর, হবে বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ ও বছরের শেষ গ্রহণ। এটি আংশিক চন্দ্রগ্রহণ।

* ২০২৩ সালের দ্বিতীয় চন্দ্রগ্রহণ কোথায় হবে? (Second Lunar Eclipse Place)

 ইউরোপ, এশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা, উত্তর/পূর্ব দক্ষিণ আমেরিকা, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, আর্কটিক, অ্যান্টার্কটিকা থেকে দৃশ্যমান হবে।

 

POST A COMMENT
Advertisement