scorecardresearch
 

Dhanteras Lakshmi Puja Lagna : লক্ষ্মীপুজো করুন ধনতেরাসেই, ধন-সম্পত্তির দারুণ যোগ, জেনে নিন শুভ লগ্ন

Dhanteras Lakshmi Puja Lagna : এ মাসে একাধিকবার লক্ষ্মীপুজোর যোগ রয়েছে। কোজাগরী লক্ষ্মীপুজোর পর কালীপুজোর দিন বা দীপাবলিতে লক্ষ্মী-গণেশের পুজোর চল রয়েছে। তবে লক্ষ্মীপুজো করা যায় ধনতেরাসেও। এখানে লক্ষ্মীর সঙ্গে পুজো পান গণেশ-কুবেরও। ধন-সম্পত্তি যাঁরা চান, তাঁরা এদিন পুজো করতে পারেন। রয়েছে দারুণ যোগ, জেনে নিন শুভ লগ্ন।

Advertisement
মা লক্ষ্মীর পুজো করুন এভাবে মা লক্ষ্মীর পুজো করুন এভাবে
হাইলাইটস
  • লক্ষ্মীপুজো করুন ধনতেরাসেই
  • ধন-সম্পত্তির দারুণ যোগ
  • জেনে নিন শুভ লগ্ন, কখন করবেন পুজো

দীপাবলির আগেই যে উৎসবে আমরা শুভ জিনিস কিনি, সোনা-রুপো কিংবা বাস্তু সম্পর্কিত জিনিস কিনি, তা হল ধনতেরাস। ওই দিন নতুন জিনিস কেনা অত্যন্ত শুভ বলে মনে করেন অনেকে। কালীপুজোর ঠিক দুদিন আগে আসে ধনতেরাস। মূলত ধন ত্রয়োদশী কিংবা ধন্বন্তরি জয়ন্তী সংক্ষেপে ধনতেরাস নামে পরিচিত। ধনতেরাস পালন হয় কার্তিক মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে। প্রদীপের আলোয় ঝলমল করে গৃহস্ত বাড়ি। শুদ্ধ বসনে ভক্তি ভরে আরাধনা করা হয় দেবী লক্ষ্মী আর গণেশের। ধনতেরাসের দিন থেকেই ৫ দিনব্যাপী শুরু হয় দীপাবলি উদযাপন।

আরও পড়ুনঃ দীপাবলিতে এভাবে লক্ষ্মীপুজো করলে আসে বৈভব-ধন-সম্পত্তি, জানুন নিয়ম

ধনতেরাসেও কিন্তু দেবী লক্ষ্মীর আরাধনা করেন অনেকে। এই দিনটি শুভ থাকায়, মা লক্ষ্মীর পুজো করলে মেলে লাভ। আসে ধন-সম্পত্তি-বৈভব। আপনিও এই দিন বাড়িতে এই লক্ষ্মী আরাধনার করতে পারেন। সোনা না কিনতে পারলেও আপনার সামর্থ্য অনুযায়ী রুপো বা অন্য কোনও ধাতু এই দিন কিনতে পারেন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, ধনতেরাসে দেবী লক্ষ্মী ভক্তদের গৃহে অধিষ্ঠান করেন। এই দিন লক্ষ্মী গণেশের পাশাপাশি সম্পদের দেবতা কুবেরকেও আরাধনা করা হয়।

এবারের ধনতেরাসের শুভ মুহূর্ত জেনে নিন। এই সময়ের মধ্যে লক্ষ্মীপুজো করলে সবচেয়ে ভাল ফল দেয়।

ধনতেরাসের শুভ লগ্ন

শুরু –      ২২ অক্টোবর,       শনিবার।       সময় –  সন্ধ্যা ৬টা ২ মিনিট।

সমাপ্তি –  ২৩শে অক্টোবর,  রবিবার।         সময় –  সন্ধ্যা ৬টা ৩ মিনিট।

আরও পড়ুনঃ ধনতেরাসে সোনা-রুপোর বিকল্প হিসেবে এগুলি কিনুন, মিলবে একই লাভ

পুজোর শুভ সময়- ২৩শে অক্টোবর বিকেল ৫টা ৪৪মিনিট থেকে ৬টা ০৫মিনিট পর্যন্ত।

প্রদোষ কাল – বিকেল ৫টা ৪৪মিনিট থেকে রাত ৮টা ১৬মিনিট পর্যন্ত

Advertisement

বৃষভ কাল- সন্ধ্যা ৬টা ৫৪মিনিট থেকে রাত ৮টা ৫৪মিনিট পর্যন্ত।

 

Advertisement