Dhanteras 2025 Rituals: সাবধান! ধনতেরাসে এই সব ধাতু কিনবেন না

Dhanteras 2025: দীপাবলির পাঁচ দিনের উৎসবের প্রথম দিন ধনতেরাস। ধন-সম্পদের দেবতা কুবের এবং আয়ুর্বেদের দেবতা ভগবান ধন্বন্তরিকে এদিন পুজো করা হয়। ধনতেরাস সুখ, সমৃদ্ধি এবং ভাল জীবনের জন্য সেরা দিন।

Advertisement
সাবধান! ধনতেরাসে এই সব ধাতু কিনবেন নাভুল ধারণা থেকে বেরোন, ধনতেরাসের দিন যে কোনও ধাতু কেনা যায় না

Dhanteras 2025: কার্তিক মাসের ত্রয়োদশীতে পালিত হয় ধনতেরস। দীপাবলির পাঁচ দিনের উৎসবের সূচনা এই দিন থেকেই। অর্থাৎ, আলোর উৎসবের প্রথম দিনেই শুরু হয় ধন ও সৌভাগ্যের আহ্বান।
এই শুভ দিনে পূজিত হন ধনসম্পদের দেবতা কুবের এবং আয়ুর্বেদের দেবতা ভগবান ধন্বন্তরি। তাই এই তিথিকে বলা হয় ‘ধন্বন্তরী ত্রয়োদশী’। বিশ্বাস করা হয়, ধনতেরসে সঠিক জিনিস কেনা ঘরে নিয়ে আসে সৌভাগ্য ও সমৃদ্ধি, কিন্তু ভুল জিনিস কেনা ডেকে আনতে পারে আর্থিক অশান্তি ও দারিদ্র্য।

আসুন দেখে নেওয়া যাক, কোন কোন জিনিস ধনতেরসে কেনা একেবারেই উচিত নয়

ধারালো বস্তু
এই দিনে ছুরি, কাঁচি, ব্লেড বা অন্য কোনও ধারালো বস্তু কেনা অতি অশুভ বলে মনে করা হয়।
বাস্তু মতে, এমন জিনিস ঘরে আনলে নেতিবাচক শক্তির প্রভাব পড়ে এবং পরিবারের মধ্যে বিবাদ বা আঘাতের আশঙ্কা বাড়ে।

কালো রঙের জিনিস
ধনতেরস শুভতার প্রতীক, তাই কালো রং এই দিনের সঙ্গে একেবারেই বেমানান।
কালো রঙা কাপড়, ব্যাগ, জুতো বা যেকোনও বস্তু এদিন ঘরে আনা থেকে বিরত থাকাই শ্রেয়। এমনকি কালো পোশাক পরাও অশুভ মনে করা হয়।

কাচের জিনিস
কাচকে জ্যোতিষশাস্ত্রে রাহুর প্রতীক বলা হয়। তাই ধনতেরসের দিনে কাচের বাসন বা শোপিস কেনা উচিত নয়। এতে পরিবারের সুস্বাস্থ্য ও অর্থভাগ্যে বিরূপ প্রভাব পড়তে পারে বলে মনে করা হয়।

লোহার সামগ্রী
এই শুভ দিনে লোহার তৈরি কোনও জিনিস কেনা একেবারেই বাঞ্ছনীয় নয়।
প্রয়োজনে ধনতেরসের একদিন আগে বা পরে কিনুন। বাস্তু শাস্ত্র মতে, লোহা অশুভ গ্রহ শনির প্রতীক, যা অর্থপ্রবাহে বাধা আনতে পারে।

গাড়ি কেনা
অনেকে ধনতেরসকে নতুন গাড়ি কেনার শুভ দিন মনে করেন। কিন্তু শাস্ত্র মতে, গাড়ি নানা ধাতুর সংমিশ্রণে তৈরি, যার মধ্যে লোহা অন্যতম। তাই গাড়ি কেনার অগ্রিম অর্থ এদিন দেওয়া যেতে পারে, কিন্তু গাড়ি এদিন ঘরে তোলা উচিত নয়।

তেল বা তৈলজাত দ্রব্য
তেল, ঘি, বা অন্য তৈলজাত পণ্য ধনতেরসের আগে কিনে রাখাই শ্রেয়।
এই দিন নতুন করে তেল আনা নিষিদ্ধ বলে মনে করা হয়, কারণ এই দিন তেল দিয়ে দীপ জ্বালানো হয়, যা শুদ্ধতার প্রতীক।

Advertisement

খালি পাত্র
ধনতেরসের দিন খালি বাসন বা খালি পাত্র কেনা অর্থহানির ইঙ্গিত বলে ধরা হয়।
নতুন পাত্র আনলে তাতে আগে থেকেই কিছু জল, চাল বা মিষ্টি রেখে ঘরে আনুন—তবেই শুভ ফল মিলবে।

ইস্পাতের বাসন
বাসন কেনার প্রথা যেমন পুরনো, তেমনি সতর্কতাও প্রয়োজন। ইস্পাত আসলে লোহারই এক রূপ, তাই ধনতেরসের দিনে ইস্পাত নয়, কিনুন তামা বা পিতলের বাসন, তাতেই ঘরে আসবে মঙ্গল।

সেরামিক বা চিনামাটির শোপিস
চিনামাটি বা মাটির তৈরি শোপিস খুব সহজে ভেঙে যায়, আর ভাঙা জিনিস মানেই অপশকুন।
তাই এদিন এমন ভঙ্গুর জিনিস ঘরে না আনা শ্রেয়।

প্লাস্টিকের পণ্য
বাস্তু মতে, প্লাস্টিক প্রকৃতির শক্তিকে বাধা দেয়। তাই ধনতেরসের দিন প্লাস্টিকের পাত্র, বাক্স বা শোপিস ঘরে আনা থেকে বিরত থাকুন।

কীকী কিনবেন?
ধনতেরসের দিন হল সুস্থতা, সমৃদ্ধি ও শুভশক্তির আহ্বান করার দিন। এই দিনে সোনা, রূপো, মাটির প্রদীপ, বা পিতলের বাসন কেনা সবচেয়ে মঙ্গলজনক বলে মনে করা হয়। তবে ভুলবশত অশুভ জিনিস কিনলে সেই শুভফল নষ্ট হয়ে যেতে পারে।

 

POST A COMMENT
Advertisement