scorecardresearch
 

Diwali 2021: দীপাবলিতে শুভ যোগ! লক্ষ্মীর আরাধনায় বিপুল অর্থ প্রাপ্তি এই রাশির জাতকদের

Diwali 2021: এই বছর কালী পুজো অর্থাৎ দীপাবলি (Diwali) পড়েছে  ৪ নভেম্বর। এই উৎসব সুখ এবং সমৃদ্ধির প্রতীক। দীপাবলিতে লক্ষ্মী -গণেশের (Lakshmi- Ganesh) পুজোও করা হয়। হিন্দু ধর্মে লক্ষ্মী ও গণেশকে সমৃদ্ধির দেব-দেবী বলে বিশ্বাস করা হয়।

Advertisement
দীপবলি ২০২১ দীপবলি ২০২১
হাইলাইটস
  • দীপাবলি উৎসব সুখ এবং সমৃদ্ধির প্রতীক।।
  • এই বছর দীপাবলি পড়েছে ৪ নভেম্বর।
  • লক্ষ্মী ও গণেশকে সমৃদ্ধির দেব-দেবী বলে বিশ্বাস করা হয়।

Diwali 2021: দীপাবলির (Deepawali) কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে। কার্তিক মাসের কৃষ্ণপক্ষ তিথিতে হয় কালী পুজো (Kali Puja)। এই বছর কালী পুজো অর্থাৎ দীপাবলি (Diwali) পড়েছে  ৪ নভেম্বর। এই উৎসব সুখ এবং সমৃদ্ধির প্রতীক। দীপাবলিতে লক্ষ্মী -গণেশের (Lakshmi- Ganesh)পুজোও করা হয়। হিন্দু ধর্মে লক্ষ্মী ও গণেশকে সমৃদ্ধির দেব-দেবী বলে বিশ্বাস করা হয়। তাই এদিন নিষ্ঠা করে লক্ষ্মী -গণেশ পুজো করলে, জীবনে অর্থাভাব দূর হয়।

দীপবলির দিনক্ষণ ও শুভ মুহূর্ত (Diwali 2021 Date, Time & Fixture)

* আগামী ৪ নভেম্বর, বৃহস্পতিবার এই বছরের দীপাবলি। 

* অমাবস্যা তিথি - ৪ নভেম্বর সকাল ৬:০৩ মিনিট থেকে ৫ নভেম্বর মধ্যরাত ২:৪৪ মিনিট পর্যন্ত অমাবস্যা তিথি থাকবে। 

* লক্ষ্মীপুজোর সময়- সন্ধ্যা ৬:০৯ থেকে ৮:২০ মিনিট পর্যন্ত, অর্থাৎ মোট ১ ঘণ্টা ৫৫ মিনিট থাকছে শুভ মুহূর্ত 

* প্রদোষ কাল - ১৭:৩৪:০৯ থেকে ২০:১০:২৭ 

* বৃষভ কাল - ১৬:১০:২৯ থেকে  ২০:০৬:২০ 

* নিশীত কাল- ২৩:৩৯ থেকে ০০:৩১ (৫ নভেম্বর) 

* সিংহ লগ্ন - ০০:৩৯ থেকে ০২:৫৬ (৫ নভেম্বর) 

আরও পড়ুন: দীপাবলির পরেই বছরের শেষ চন্দ্রগ্রহণ! বিপুল প্রভাব পড়বে এই রাশির জাতকদের উপর

 

diwali 2021 deepawali - দীপাবলি

দীপাবলিতে গ্রহের অবস্থান (Planets Placement at Diwali 2021) 

দীপাবলিতে গ্রহগুলির বিশেষ অবস্থান দেখা যাবে। যার মধ্যে, এই বছর ৪ নভেম্বর, তুলা এবং মকরের একটি গুরুত্বপূর্ণ অবস্থান থাকবে। এদিন তুলায় ৪ টি গ্রহ এবং মকর রাশিতে ২ টি গ্রহের অবস্থান থাকবে। 

Advertisement

আরও পড়ুন: মহাভারত থেকে শুরু করে যমরাজ! করবা চৌথের সঙ্গে জড়িয়ে আছে নানা পৌরাণিক কাহিনি

diwali 2021 deepawali - দীপাবলি

অন্যান্য গ্রহের অবস্থান (Placement of Planets at Diwali 2021)

* বৃষ - রাহু

* তুলা - সূর্য, মঙ্গল, বুধ এবং চন্দ্র

* বৃশ্চিক - কেতু

* ধনু - শুক্র

* মকর - শনি, গুরু

আরও পড়ুন: কঠোর পরিশ্রম এদের একেবারেই না পসন্দ! এই ৪ রাশি সবচেয়ে অলস

diwali 2021 deepawali - দীপাবলি

রাশিচক্রে দেবী লক্ষ্মীর বিশেষ কৃপা (Goddess Lakshmi's Blessings on Zodiac Signs)

* এই বছর দীপাবলিতে, বৃষ, কর্কট, তুলা এবং ধনু রাশির উপর দেবী লক্ষ্মীর বিশেষ কৃপা থাকবে। এদিন লক্ষ্মীর বিশেষ পুজো করা উচিত। সেই সঙ্গে দান -ধ্যান করাও শুভ। 

* মিথুন, কন্যা, মকর এবং কুম্ভ রাশির জাতকরা এই বিশেষ দিন লক্ষ্মীর মধ্যে মন্ত্র জপ করলে শুভ ফল পাবে। 

* মেষ, সিংহ, মীন এবং বৃশ্চিক রাশির জাতক- জাতিকারা লক্ষ্মীর সঙ্গে গণেশ এবং সমগ্র শিব পরিবারের পুজো করলে সমস্যা দূর হবে।

 

Advertisement